সংবাদদাতা,বাঁকুড়া:- বাঁকুড়া এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের কোনরকম অবৈধ মদের ভাটি চলতে দেওয়া যাবে না বলে জানিয়েছে জেলা আবগারী দপ্তরের আধিকারিকেরা। আর সেই মতোই অবৈধ মদ তৈরি বন্ধ করতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল বাঁকুড়ার অবগারী দপ্তর। বিশেষ সুত্রে খবর পেয়ে শনিবার বাঁকুড়া সদর থানার আগয়া ও ডুমুরজুড়ি এলাকায় অভিযান চালায় জেলা অবগারী দপ্তর। ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত করা হয় ১৩০ লিটার চোলাই মদ, ২৫৫ লিটার ফারমান্টেড ওয়াজ, ৪২ টি মদ তৈরীর হাড়ি এবং তিনটি বাইসাইকেল। যদিও এদিনের অভিযানে কেউ গ্রেপ্তার হয়নি। আগামী দিনেও অবৈধ চোলাই মদের বিরুদ্ধে এই অভিযান চলবে বলে জানিয়েছে জেলা আবগারী দপ্তর।











