নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- স্বাধীনতার ৭৫ বৎসর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে সারা ভারতব্যাপী স্বাধীনতার অমৃত মহোৎসব “হার ঘর তিরঙ্গা” পালিত হচ্ছে। সহোদয়া স্কুল কমপ্লেক্স, পশ্চিমবঙ্গ শাখার সহযোগিতায় ১৩ই আগস্ট শনিবার আন্তঃ স্কুল গ্রুপ ডান্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল ডিএভি মডেল স্কুল, দুর্গাপুরে।এই প্রতিযোগিতার মূল থিম ছিল “দেশ ভক্তি”। প্রতিযোগিতায় ১৪টি স্কুলের ১৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের অধ্যক্ষা ও রিজিয়নাল অফিসার(ডিএভি ইন্সটিটিউশনস্, পশ্চিমবঙ্গ শাখা) পাপিয়া মুখার্জি এবং ডিএভি পাবলিক স্কুল আসানসোল (কন্যাপুর) স্কুলের অধ্যক্ষা কল্যাণী নায়েক মহাশয়া।অনুষ্ঠানের শুরুতে স্কুলের অধ্যক্ষা আমন্ত্রিত অতিথি ও বিচারক মন্ডলীকে পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানান। এরপর গায়ত্রী মন্ত্র ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা হয়। যোগ-নৃত্যের মাধ্যমে মূল প্রতিযোগিতার শুভারম্ভ হয় ।স্কুলের অধ্যক্ষা ও রিজিওনাল অফিসার (ডিএভি ইনস্টিটিউশনস পশ্চিমবঙ্গ শাখা) পাপিয়া মুখার্জি তাঁর স্বাগত ভাষণে উপস্থিত সকল শিক্ষক-শিক্ষিকা শিক্ষার্থী, প্রতিযোগীদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং প্রতিযোগীদের উদ্দেশ্যে বলেন যে স্বাধীনতার পঁচাত্তর বৎসর অতিক্রান্ত। স্বাধীনতার পরবর্তীকালে ভারত বর্ষ কৃষি, শিল্প, প্রযুক্তি, বিজ্ঞান, পরমাণু বিজ্ঞান, চিকিৎসা ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলেছে। সময় অনেক বদলেছে। এখন যুগ এসেছে “একলা চলরে”- নয় দলগতভাবে দায়িত্ব গ্রহণ করার । নৃত্য হল মননশীল হৃদয়ের সৃজনশীলতা। তিনি শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার জন্য বলেন যে তারা হল দেশের ভবিষ্যৎ নাগরিক। প্রতিযোগিতায় জেতা হারা বড় কথা নয়, অংশগ্রহণ করাটাই বড়। এই প্রতিযোগিতায় আসলে সকলেই জয়ী। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেকটি স্কুলই পারদর্শিতার পরিচয় রেখে দর্শক মন্ডলীর ভূয়সী প্রশংসা অর্জন করে।
প্রতিযোগিতায় প্রথম স্থান অলংকৃত করে গুরু তেগ বাহাদুর পাবলিক স্কুল, দুর্গাপুর। দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী যথাক্রমে ডিএভি মডেল স্কুল, দুর্গাপুর এবং ডিএভি পাবলিক স্কুল, কন্যাপুর, আসানসোল। বিজয়ীদের হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দেওয়া হয়। এরপর স্কুলের শিক্ষিকা গিতালি মুখার্জী উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সমাপ্তি ঘটে।