সংবাদদাতা,আসানসোলঃ- স্বাধীনতার ৭৫ তম বর্ষে প্রয়াত শীর্ষ সেনাপ্রধান বিপিন রাওয়াতকে শ্রদ্ধা জ্ঞাপন আসানসোলের শিল্পী সুশান্ত রায়ের। স্বাধীনতা দিবসের দিন প্রয়াত সেনা প্রধানের মোমের মূর্তি উন্মোচন হল আসানসোলের মহিশীলা কলোনিতে শিল্পী সুশান্ত রায়ের ওয়াক্স মিউজিয়ামে। মূর্তির উন্মোচন করেন কর্নেল অমিত গনেশ। এদিন প্রয়াত সেনা প্রধানের মোমের মূর্তি দেখতে মহিশিলার ওয়াক্স মিউজিয়ামে ভিড় করেন এলাকার মানুষ।
মোমের এই মূর্তি তৈরি করতে শিল্পীর সময় লেগেছে তিন মাস। খরচ হয়েছে প্রায় লাখ টাকা। এর আগে কলকাতার মাদারস ওয়াক্স মিউজিয়াম ও আসানসোলের নিজের মিউজিয়ামের জন্য বহু অভিনেতা খেলোয়াড় রাজনীতিবিদ মনীষীদের মূর্তি তৈরি করেছেন মোম ভাস্কর্য শিল্পী সুশান্ত রায়। কিন্তু এই প্রথমবার ইন্ডিয়ান আর্মিকে ও প্রয়াত সেনা প্রধানকে সম্মান জানাতে তিনি কর্নেল বিপিন রাওয়াতের মূর্তি তৈরি করলেন।
প্রসঙ্গত ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ ছিলেন বিপিন রাওয়াত। চিফ অফ স্টাফ হিসাবে, জেনারেল রাওয়াত তিনটি পরিষেবা সম্পর্কিত প্রতিরক্ষা মন্ত্রীর মুখ্য সামরিক উপদেষ্টা হিসাবে কাজ করছেন। এর আগে, জেনারেল দলবীর সিং সুহাগের স্থলাভিষিক্ত হয়ে জেনারেল বিপিন রাওয়াত ২৭ তম সেনা প্রধান (COAS) হিসাবে ১৭ ডিসেম্বর ২০১৬-তে ভারতীয় সেনাবাহিনীর কমান্ড গ্রহণ করেন। মাস ছয়েক আগে (৮ ডিসেম্বর ২০২১) তামিলনাড়ুতে তিনি চপার দুর্ঘটনায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।