সংবাদদাতা,আসানসোলঃ- চোদ্দ বছরের কিশোরী মেয়েকে লাগাতার ধর্ষণের অভিযোগে সৎ বাবাকে দোষী সাব্যস্ত করল আসানসোল জেলা আদালত। জানা গেছে, আসানসোলের জামুড়িয়া থানার নতুন জামশোলের বাসিন্দা বছর ১৪-র ওই নাবালিকার মা ২০২০ সালের ২৯ জানুয়ারি তার দ্বিতীয় পক্ষের স্বামী মিঠুন চিত্রকরের বিরুদ্ধে তার নাবালিকা মেয়েকে লাগাতার ধর্ষণের অভিযোগ দায়ের করেন থানায়। নির্যাতীতা কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে সৎ বাবার দ্বারা ধর্ষণের বিষয়টি সামনে আসে। নির্যাতীতার মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মিঠুন চিত্রকরকে গ্রেফতার করে মামলা দায়ের করে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩৭৬ ও পকসো আইনের ৪ ও ৬ নং ধারায় মামলা করা হয়।
অন্যদিকে নির্যাতীতার বয়সের কথা ভেবে আসানসোল আদালতে গর্ভপাতের আবেদন করেন কিশোরীর মা । তার ভিত্তিতে বিচারক ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি গোটা বিষয়টি দেখার জন্য সিডবলুসিকে দায়িত্ব দেয়। এরপর সিডবলুসি আদালতের নির্দেশ মতো আসানসোল জেলা হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগীতায় নাবালিকার গর্ভপাত করায়।
দুবছরেরও বেশি সময় ধরে চলা এই মামলায় মোট ৯ জন বিচারকের সামনে সাক্ষ্য দেন। অবশেষে গতকাল নির্যাতীতার সৎ বাবাকে দোষী সাব্যস্ত করেন আসানসোল জেলা আদালতের অতিরিক্ত জেলা জজ ( দ্বিতীয়) শরণ্যা সেন প্রসাদ। আগামী ২০ আগষ্ট দোষীর সাজা ঘোষণা করবেন তিনি।