জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,গুসকরাঃ- কথায় আছে কোনো জিনিস কারও কাছে আশীর্বাদ স্বরূপ হলেও কারও কাছে সেটা অভিশাপ হয়ে ওঠে। যেমন গত কয়েক দিনের বৃষ্টি চাষীদের কাছে আশীর্বাদ স্বরূপ হলেও অভিশাপ হয়ে উঠেছে গুসকরা পুরসভার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা বর্ণালী চৌধুরীর কাছে।
নিম্নচাপ জনিত কারণে গত কয়েকদিন ধরে মোটামুটি ভালই বৃষ্টিপাত হয়েছে। গুসকরা পুরসভার পূর্ব দিকে বামুনপুকুরের পূর্ব দিকে বাড়ি বর্ণালী চৌধুরীর। তার বাড়ির উত্তর দিকে আছে একটি পুকুর। এলাকাটি অনেকটা কড়াইয়ের মত। এরকম ভূমিরূপের জন্য নিকাশী ব্যবস্থা যথেষ্ট দুর্বল। স্বাভাবিক ভাবেই বৃষ্টি জনিত কারণে পুকুরের জল ঢুকে পড়েছে বর্ণালী দেবীর উঠানে। তার আশঙ্কা আরও বৃষ্টি হলে বেশ সমস্যা হবে। আবার দীর্ঘদিন জল জমা থাকলে সেখানে মশার উপদ্রব হবে।
বর্ণালী দেবী বললেন – জল নিকাশীর জন্য পুরসভা মরিয়া চেষ্টা করে সেটা আমি জানি। তারপরও পুর কর্তৃপক্ষকে অনুরোধ করব অস্হায়ীভাবে মাটির নীচ দিয়ে যদি এখানকার জমা জল দক্ষিণ দিকের পাকা ড্রেনে ফেলা হয় তাহলে খুব ভাল হয়। অথবা যে ড্রেনের মাধ্যমে জল বের হতো সেটাও যথাযথ সংস্কার করা হলে সমস্যার কিছুটা সমাধান হবে।
অন্যদিকে পুরসভার চেয়ারম্যান কুশল মুখার্জ্জী বললেন – নিকাশী সমস্যা নিয়ে আমরা ওয়াকিবহাল। পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আমরা চেষ্টা করছি। ভূমিরূপের জন্য হয়তো পুরোপুরি সমস্যা মুক্ত হতে পারবনা। যতটা সম্ভব আমরা নাগরিকদের পরিষেবা দেওয়ার চেষ্টা করব।