eaibanglai
Homeএই বাংলায়মনসা পুজো দিতে গিয়ে আক্রান্ত বিধায়কের পরিবার

মনসা পুজো দিতে গিয়ে আক্রান্ত বিধায়কের পরিবার

সংবাদদাতা,বাঁকুড়াঃ- মনসা পুজো দিতে গিয়ে আক্রান্ত বিজেপি বিধায়কের স্বামী, মেয়ে ও শ্বশুর। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার কেলাই গ্রামে। অভিযোগের তির তৃণমূলের দিকে। পরিবারের নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন বিধায়ক।

শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরীর জানান গতকাল রাতে কেলাই গ্রামের মন্দিরে মনসা পুজো দিতে গিয়েছিলেন তার স্বামী শ্রাবণ বাউরী , মেয়ে বর্ণা বাউরী ও শ্বশুর সুনীল বাউরী। অভিযোগ সেই সময় স্থানীয় বাসিন্দা দীনেশ বাউরী ও অষ্টম বাউরী সহ বেশ কয়েকজন মিলে বাঁশ ও লাঠি নিয়ে অতর্কিতে তাদের উপর হামলা চালায়। স্বামী শ্রাবণ বাউরী ও শ্বশুর সুনীল বাউরীকে রাস্তায় ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। গন্ডগোলের শব্দ শুনে তিনি ছুটে ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায় বলে জানান বিধায়ক। বিধায়কের দাবী তৃণমূলের মদতেই ওই হামলা চালায় দুষ্কৃতীরা।

ওই ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার গঙ্গাজলঘাটি থানায় হাজির হয়ে হামলাকারীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন চন্দনা। বিধায়কের দাবী তার নিজস্ব নিরাপত্তা দেখার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকলেও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে তিনি উদ্বিগ্ন। এই পরিস্থিতিতে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।

অন্যদিকে বিজেপি বিধায়কের দাবী নস্যাৎ স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবী, বিধায়ক হিসাবে এলাকার উন্নয়ন না করায় গ্রামের লোকজনের সাথে ঝগড়াঝাটি হয়ে থাকতে পারে। তার জেরেই ওই ঘটনা ঘটেছে। হামলার ঘটনার সাথে তৃণমূলের কোনো যোগ নেই।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments