সংবাদদাতা,আসানসোলঃ- শুক্রবার আসানসোলের রূপনারায়ণপুরে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের উদ্যোগে বাড়ি বাড়ি পানীয় জলের সরবরাহ প্রকল্প তথা জলস্বপ্ন প্রকল্পের শিলান্যাস হল। শিলান্যাস অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রূপনারায়নপুর দুর্গা মন্দির প্রাঙ্গনে। ফিতে কেঁটে ও নারকেল ফাটিয়ে পাইপ লাইন ও বাড়িতে বাড়িতে জল সংযোগ প্রকল্পের শিল্যানাস করেন বারাবনি বিধায়কের প্রতিনিধি তথা যুব নেতা মুকুল উপাধ্যায় ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান সহ সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি,সহ-সভাপতি বিদ্যুৎ মিশ্র,সমাজসেবী ভোলা সিং। এছাড়াও এদিনের অনুষ্ঠানে রূপনারায়ণপুর পঞ্চায়েতের প্রধান রানু রায়,উপ-প্রধান সন্তোষ চৌধুরী,সদস্য সুলেখা দাস সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে যোগ দিয়ে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান জানান, এই জলস্বপ্ন প্রকল্পে দ্বারা সালানপুর ব্লকের প্রায় ২লক্ষ মানুষ উপকৃত হবেন। খুবই শীঘ্রই প্রকল্পের কাজ শুরু হবে।