নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- শুক্রবার দুর্গাপুর বাসস্ট্যান্ড ও স্টেশন চত্বর দখলমুক্ত করার দাবিতে বাস পরিষেবা বন্ধ রেখে বিক্ষোভে সামিল হলেন বেসরকারি বাস চালক ও কর্মীরা। বিক্ষোভের জেরে কয়েক ঘণ্টা বন্ধ থাকে সমস্ত বেসরকারি বাস পরিষেবা। ফলে বন্ধ হয়ে যায় দূরপাল্লা বাসের সাথে শহরের ইন্টারসিটি বাস পরিষেবাও। যার জেরে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয় সাধারণ যাত্রীদের।
বাস চালক ও কর্মীদের দাবি স্টেশন সংলগ্ন বাস স্ট্যান্ড চত্বরে ফুটপাত ও রাস্তা দখল হয়ে যাচ্ছে। ফুটপাত ও রাস্তা দখল করে অবৈধ ভাবে চলছে দোকান পাট। ফলে একদিকে যেমন সাধারণ মানুষের চলাচল করতে অসুবিধা হচ্ছে অন্যদিকে তেমনি বাসস্ট্যান্ডে বাস ঢোকাতে বের করতে বেগ পেতে হচ্ছে বাস কর্মী ও চালকদের। বাসকর্মীদের দাবি বিষয়টি নিয়ে মাস দুয়েক আগে স্থানীয় ব্যবসায়ী সমতির সাথে আলোচনা করে রাস্তা ও ফুটপাথ দখলমুক্ত করার আবেদনও জানিয়েছিলেন তারা। কিন্তু তাতে কোনও সুরাহা না হওয়ায় অবশেষে এদিন বিক্ষোভে সামিল হতে বাধ্য হন তারা।
এদিকে সমস্ত বাস পরিষেবার বন্ধের খবর পেয়ে ছুটে আসে কোকওভেন থানার পুলিশ। কিন্তু পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান বাসকর্মীরা। অবশেষে পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্বাভাবিক হয় বাস পরিষেবাও। যদিও দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে পথে নেমে বৃহত্তর আন্দোন করার হুমকিও দিয়েছেন বাস কর্মীরা।