সংবাদদাতা, আসানসোলঃ- দশ দিনের সিবিআই হেফাজত শেষ। গরু পাচার মামলায় ধৃত বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে আজ আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হবে। এদিন সকালেই তৃণমূল নেতাকে নিয়ে কলতাকা থেকে আসানসোলের উদ্দেশ্যে রওনা দেন সিবিআই আধিকারিকরা। তার আগে কলকাতার সিবিআই দপ্তর নিজাম প্যালেস থেকে আলিপুর কমান্ড হাসপাতালে তাকে স্বাস্থ্যপরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়।
অন্যদিকে এদিন সকাল থেকেই তৎপরতা দেখা যায় আসানসোলের সিবিআই আদালত চত্বরে। এদিন সকালে আদালত চত্বরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি সুকান্ত ব্যানার্জি সহ অন্য আধিকারিকরা। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল আদালত চত্বর। মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।
প্রসঙ্গত গরু পাচার মামলায় গত ১১ অগস্ট তৃণমূল নেতার বোলপুরের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে সিবিআই। সেদিনই তাকে পেশ করা হয় আসানসোলের সিবিআই আদালতে। সেই সময় আদালত চত্বরে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা গিয়েছিল অনেককে। ওই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তাই এদিনের কড়া ব্যবস্থা বলে মনে করা হচ্ছে।