সংবাদদাতা, বাঁকুড়ঃ- বিদ্যুতের খুঁটির তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল একটি গরুর। ঘটনা বাঁকুড়ার সারেঙ্গা পিড়রগাড়ী মোড় এলাকার। ঘটনায় বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে সরব হয়েছেন স্থানীয়রা।
জানা গেছে সারেঙ্গা পিড়রগাড়ী মোড় এলাকায় সারেঙ্গা মিশন মাঠের পাশে একটি বেসরকারী স্কুলের গেটের সামনে বিদ্যুতের একটি ট্রান্সফর্মার রয়েছে। অভিযোগ ওই বিদ্যুতের খুঁটি থেকে তার বিপজ্জনকভাবে পড়ে রয়েছে দীর্ঘদিন। এদিন ওই ছেঁড়া থেকেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় একটি গরুর। স্থানীয়দের দাবি বিদ্যুৎ দফতরের গাফিলতির জেরেই এদিনের দুর্ঘটনা ঘটেছে। বিদ্যুতের ওই খঁটির তার থেকে যে কোনও সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে, অথচ বিষয়টি নিয়ে কোনও হুঁশ নেই কর্তৃপক্ষের। বিদ্যুৎ ফতরের ভূমিকা নিয়ে ক্ষুদ্ধ সারেঙ্গা ব্লক তৃণমূল সভাপতিও। অন্যদিকে এদিনের দুর্ঘটনার পর স্থানীয় স্টেশন ম্যানেজারকে ফোন করা হলে তিনি দাবি করেন , বিদ্যুতের তার ছিঁরে নয়, বরং বাড়ির সার্ভিস তার ছিঁড়ে দুর্ঘটনাটি ঘটেছে।