eaibanglai
Homeএই বাংলায়এক কিশোরের মৃত্যু ঘিরে উত্তেজনা আসানসোল জেলা হাসপাতালে

এক কিশোরের মৃত্যু ঘিরে উত্তেজনা আসানসোল জেলা হাসপাতালে

সংবাদদাতা, আসানসোলঃ- চিকিৎসার গাফিলতিতে এক কিশোর রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল আসানসোল জেলা হাসপাতালে।

জানা গেছে আসানসোল রেলপার ডিপু পাড়ার বাসিন্দা সালাউদ্দিন হকের ১৫ বছরের ছেলে তাজউদ্দিন হক পেট ব্যাথা নিয়ে হাসপাতালে শনিবার সকালে ভর্তিহলে চিকিৎসকরা কিছু শারীরিক পরীক্ষা করানোর পরামর্শ দেন। সেই মতো এলাকার একটি বেসরকারি ডায়গোনেস্টিক সেন্টার থেকে শারীরিক পরীক্ষা করিয়ে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা হলে চিকিৎসকরা জানান অস্ত্রপচারের প্রয়োজন নেই, দুই তিনদিনের ওষুধ ও পরিচর্যায় সুস্থ হয়ে যাবে রোগী। রোগীর পরিবারের অভিযোগ এরপর দীর্ঘক্ষণ কোনও চিকিৎসাই শুরু হয়নি। শেষে দুপুরের লাঞ্চের পরে রোগীকে দুটি ইনজেকশন দেন কর্তব্যরত নার্সরা। অভিযোগ ওই দুটি ইনজেকশন দেওয়ার পরই রোগীর দ্রুত শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এরপরই তাকে আইসিইউতে স্থানান্তরিত করার প্রয়োজন দেখা দিলেও ইনটেনসিভ কেয়ার ইউনিটে শয্যা খালি না থাকায় সত্বর সেই ব্যবস্থা করা সম্ভব হয়নি ৷ পরে আইসিইউতে স্থানান্তরিত করা হলে কিশোর তাজউদ্দিনের মৃত্যু হয়।

ওই ঘটনার পর রোগী পরিবারের সদস্যরা রবিবার সকালে মৃতদেহ নিয়ে জেলা হাসপাতালে বিক্ষোভ দেখাতে থাকেন এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের কঠোর শাস্তির দাবি জানাতে থাকেন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments