স্টাফ রিপোর্টার, দুর্গাপুরঃ- কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রাডারে এবার দুর্গাপুরের ৯ রাজনৈতিক নেতার বিপুল সম্পত্তি। গোটা রাজ্য জুড়ে একের পর এক দুর্নীতি কাণ্ডের ফাঁস হয়ে চলেছে লাগাতার বেশ কয়েক মাস ধরে। প্রথমে কয়লা দুর্নীতি কান্ড তারপর বালি দুর্নীতি কান্ড তারপর টেট পরীক্ষা দুর্নীতি কান্ড এবার আবার গরু পাচার দুর্নীতি কান্ড। কেন্দ্রীয় গোয়েন্দা তদন্তকারী সংস্থার রাডারে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ জুড়ে একাধিক প্রভাবশালী নেতা মন্ত্রীরা রয়েছেন এবং বেশ কয়েকজন জেল হেফাজত গেছেন। এরইমধ্যে এবার দুর্গাপুরের নাম জোড়ালো দুর্নীতি কান্ডে।
একটি বিশ্বস্ত সূত্র মারফত জানা গেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে দুর্গাপুরের ৯ হেভিওয়েট রাজনৈতিক নেতাকে নোটিশ জারী করে জানতে চাওয়া হয়েছে তাদের বিপুল সম্পত্তির উৎস। তারপর থেকেই দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে রাজনৈতিক নেতা-কর্মীদের মধ্যে। সূত্র মারফত জানা গেছে গতকাল বিকেলে দুর্গাপুরের ৯ হেভিওয়েট রাজনৈতিক নেতার হাতে ইতিমধ্যেই নোটিশ ধরিয়ে গেছে কেন্দ্রীয় এনফোর্সমেন্ট ডাইরেকটোরেট। অবিলম্বে ওই সব রাজনৈতিক নেতাদের বিপুল পরিমাণের সম্পত্তির উৎস জানাতে বলা হয়েছে সেই নোটিশে। এই ঘটনার পর থেকেই জোর জল্পনা চলছে ওই রাজনৈতিক নেতাদের নাম পরিচয় জানার জন্য শিল্পাঞ্চল জুড়ে। সূত্র মারফত জানা গেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ও এনফর্সমেন্ট ডাইরেকটোরেট এর রাডারে থাকা ওই সব রাজনৈতিক নেতাদের বিপুল সম্পত্তির উৎস নাকি অবৈধ কয়লা, বালি ও গরু পাচার কান্ডের বোখরার ভাগ। এখন শিল্পাঞ্চলে শুধু সময়ের অপেক্ষা কখন সেই সব রাজনৈতিক দলের নেতাদের সমন জারি করে দেখা করতে বলা হয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ও এনফোর্সমেন্ট ডাইরেক্টর এর সামনে।