সংবাদদাতা,বাঁকুড়াঃ- বাঁকুড়া শহরের এক ঠিকাদারের দাদাগিরি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে কার্তিক সেন নামক পুরসভার ওই ঠিকাদারের বাঁকুড়া শহরের ১৩ নম্বর ওয়ার্ডের রাজগ্রাম এলাকায় দারকেশ্বর নদের ধারে বিশাল ঘেরা জায়গা রয়েছে। যেখানে তার ঠিকাদারির বিভিন্ন সরঞ্জাম ও যন্ত্রপাতি রাখা হয়। সম্প্রতি গত কয়েক দিনের নিম্নচাপের বৃষ্টিতে ওই ঘেরা ঘেরা জায়গায় জল জমে যায়। আর সেই জমা জল সরাতে পুরসভার পাকা রাস্তা কেটে নিকাশী পাইপ বসিয়ে ফেলেন ওই ঠিকাদার। অভিযোগে রাতের অন্ধকারে রীতিমতো পে লোডার লাগিয়ে ঘেরা জায়গা ও দারকেশ্বর নদের মাঝে থাকা পাকা রাস্তা কেটে তার মধ্যে নিকাশী পাইপ বসানো হয়। আর যে রাস্তাটি কাটা হয়েছে সেটি বাঁকুড়া শহরের সঙ্গে নন্দীগ্রাম, ভিখুরডিহি, পাতালখুরি, ঝাঁটিবন , নতুনগ্রাম সহ দশ বারোটি গ্রামে যাতায়াতের একমাত্র রাস্তা । গতকাল বিষয়টি নজরে আসতেই ক্ষোভের সৃষ্টি হয় স্থানীয়দের মধ্যে।ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে ব্যাপক সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। স্থানীয়দের দাবি যাতায়াতের অসুবিধার পাশাপাশি ওই রাস্তা কেটে দেওয়ায় দ্বারকেশ্বর নদের ভাঙ্গনে গোটা রাস্তাটির বিপুল ক্ষতির আশঙ্কা রয়েছে। অন্যদিকে বাঁকুড়া পুরসভা জানিয়েছে জল নিকাশীর জন্য কেউ রাস্তা কেটে পাইপ বসাতে চাইলে তার জন্য পুরসভার আগাম অনুমতি প্রয়োজন । এখন প্রশ্ন উঠেছে কার অনুমতিতে ওই ঠিকাদার নিজের স্বার্থে পুরসভার রাস্তা কাটলেন।
অন্যদিকে বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি ওই ঠিকাদার তৃণমূল আশ্রিত, তাই গায়ের জোরে রাস্তা কেটেছেন । যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।