সংবাদদাতা,বাঁকুড়াঃ- খড়ের পালুই থেকে এক বিরল প্রজাতির প্রাণী উদ্ধার হল। ঘটনা বাঁকুড়া জেলার কোতুলপুর থানার অন্তর্গত পুরোদীঘি গ্রামের। অদ্ভুদ দর্শন প্রাণীটিকে দেখতে এদিন পুরোদীঘি গ্রামে ভিড় জমায় আশেপাশের গ্রামের মানুষও।
স্থানীয় সূত্রে জানা গেছে পুরোদীঘি গ্রামের বাসিন্দা বামপদ রায় ও সুধীর রায় নামের দুই ব্যাক্তি খড়ের পালুই থেকে খর আনতে গিয়ে কালো রঙের লম্বা লেজ ওয়ালা অদ্ভুদ দর্শন প্রাণীটিকে দেখতে পান। তৎক্ষনাৎ তারা বাড়ির লোকজনকে ডেকে নিয়ে যান। কিন্তু লোকজনের কলরবে জন্তুটি পাশের একটি গোয়ালঘরে ঢুকে যায়। এরপর পাড়ার লোকেরা জাল পেতে জন্তুটিকে ধরে ফেলে। অদ্ভুদ দর্শন একটি জন্তু ধরা পড়েছে, এই খবর ছড়িয়ে পড়তেই আশেপাশের গ্রামের লোকজন ভিড় জমাতে থাকে জন্তুটিকে দেখতে। অন্যদিরে পুরোদীঘি গ্রামের বাসিন্দারা জয়পুরের বনদপ্তরে খবর দেয়। খবর পেয়ে বনদপ্তরের লোকজন প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে যায়।
বন্দপ্তর সূত্রে জানা গেছে প্রণীটির নাম -গন্ধগোকুল। গ্রমাঞ্চলের ঝোপ- ঝাড়ে দেখতে পাওয়া যায় এই বিরল প্রজাতির এই প্রণীটিকে।