সংবাদদাতা,আসানসোলঃ- আদালতের নির্দেশ অনুসারে বৃহস্পতিবার তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে আসানসোল সংশোধনাগার থেকে নিয়ে যাওয়া হয় জেলা হাসপাতালে। সংশোধনাগার থেকে এসবি গড়াই রোড ধরে জেলা হাসপাতালে যাওয়ার প্রায় দুই কিলোমিটার রাস্তা জুড়ে পুলিশি তৎপরতা ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি সংশোধনাগার ও হাসপাতাল চত্বর মুড়ে ফেলা হয়েছিল কড়া পুলিশি নিরাপত্তায় ।
প্রসঙ্গত গতকাল গরু পাচার মামলায় তৃণমূল নেতাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়ার পাশাপাশি তার স্বাস্থ্য়ের কথা মাথায় রেখে ৪৮ ঘণ্টা অন্তর শারীরিক পরীক্ষা করানোর নির্দেশ দেন বিশেষ সিবিআই আদালতের বিচারক। সেই নির্দেশ মতো এদিন বেলা ১১টা নাগাদ আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় অনুব্রত মণ্ডলকে। এদিন তার শারীরিক পরীক্ষার পর তা নিয়ে রিপোর্ট দেবেন চিকিৎসকরা। জানা গেছে জেলা হাসপাতালের সুপার সহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিরিৎসকরা হাসপাতালে উপস্থিত রয়েছেন তৃণমূল নেতার স্বাস্থ্য পরীক্ষার জন্য।