সংবাদদাতা, আসানসোলঃ- আপাতত জরুরি ভিত্তিতে চিকিৎসা পরিষেবা বা অস্ত্রোপচারের কোনও প্রয়োজন নেই। প্রায় ৪৫ মিনিট ধরে অনুব্রত মণ্ডলের স্বাস্থ্য পরীক্ষা করে জানিয়ে দিল আসানসোল জেলা হাসপাতাল কর্তৃপক্ষ। এদিন জেলা হাসপাতালের সুপার নিখিলচন্দ্র দাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “হাসপাতালের জরুরি বিভাগে ওঁর স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। সেখানের চিকিৎসকরা মেডিসিন এবং শল্যচিকিৎসকের মতামত নেন। তাঁরা জানিয়েছেন, এই মুহূর্তে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের কোনও প্রয়োজন নেই। জরুরি বিভাগের চিকিৎসক, মেডিসিন বিশেষজ্ঞ এবং শল্যচিকিৎসকরা ওঁকে পরীক্ষা করেছেন।”
প্রসঙ্গত গতকাল অনুব্রত মণ্ডলকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়ার পাশাপাশি ৪৮ ঘণ্টা অন্তর তাঁর স্বাস্থ্য পরীক্ষারও নির্দেশ দিয়েছিলেন আসানসোল সিবিআই আদালতের বিচারক। সেইমতো এদিন ১১টা নাগাদ কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আসানসোল সংশোধনাগার থেকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তৃণমূলের হেভিওয়েট নেতাকে। প্রায় ৪৫ মিনিট ধরে স্বাস্থ্য পরীক্ষার পর বেলা ১২ টার পর ফের অনুব্রত মণ্ডলকে জেলা হাসপাতাল থেকে সংশোধনাগারে নিয়ে যাওয়া হয়।