সংবাদদাতা,বাঁকুড়াঃ- ” তৃণমূল চোর পার্টি, তৃণমূল নেতার তিন চারটে বউ, সব চুরি করে তারা।” “দিদি তুমি অনেক কিছুই দিয়েছো, কিন্তু তোমার নেতারা সব চুরি করে।” এরকম একাধিক পোস্টারে ছেয়ে গেছে বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের হাঁসপাহাড়ি বাস স্টপেজ সংলগ্ন প্রতিক্ষালয়। বড় বড় করে বাংলা হরফে লেখা পোস্টারগুলি সব হাতের লেখা। লেখার মধ্যে অজস্র বানান ভুল। স্কুল ডাইরির পাতা ছিঁড়ে কালো কালি দিয়ে লেখা হয়েছে পোস্টার। কিন্তু কে বা কারা এই পোস্টার দিয়েছে তা নিয়ে ধন্ধ কাটেনি। পোস্টারে সে বিষয়ে কিছু লেখাও নেই। শাসক দলের বিরুদ্ধে এহেন পোস্টার ঘিরেই শুরু হয়েছে বিতর্ক ও রাজনৈতিক তরজা।
এদিন দুর্লভপুরে একটি কর্মিসভায় যোগ দিয়েছিলেন বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি। সেখানে বিতর্কিত ওই পোস্টার বিষয়ে তিনি বলেন, “তৃণমূলের বিরুদ্ধে এসব পোস্টার পড়া স্বাভাবিক,পুরো দলটাই দুর্নীতিতে ভরা।” অন্য দিকে বাঁকুড়া জেলা তৃণমূলের সহ- সভপতি প্রদীপ চক্রবর্তী বলেন, “তৃণমূলের নিয়ে প্রকাশ্যে বলার কারো সাহস নেই, কারণ অভিযোগগুলো সব মিথ্যে। তাই গোপনে গোপনে পোস্টার,সৎ সাহস থাকলে সামনে এসে বলুক। আর বিজেপির বিরোধিতা করার কাজ। ওরা আগে নিজেদের ঘর সামলা তারপর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বলতে আসবে।”