সংবাদদাত,আসানসোলঃ- শনিবার আসানসোল স্টেশনে অত্যাধুনিক এক সেলুনকারের উদ্ধোধন করা হল। নারকেল ফাটিয়ে এবং ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে এই সেনুলকারের উদ্ধোধন করেন আসানসোলের ডিআরএম পরমানন্দ শর্মা। লোকাল ট্রেনের পরিত্যক্ত দুটি কামরাকে আধুনিকীকরণ করে এই দুই কামরার সেলুনকার তৈরি করা হয়েছে বলে এদিন জানান ডিআরএম। এই সেলুনকারের বৈশিষ্ট হল এটির ইঞ্জিন বদলের দরকার নেই, দুদিক থেকে ট্রেনটি চালানো যাবে। এই সেলুনকারে করে এদিন ডিআরএম পরমানন্দ শর্মা সহ অন্যান্য আধিকারিকরা মধুপুর স্টেশন পরিদর্শনের জন্য রওনা দেন।
পাশাপাশি এদিন আসানসোল স্টেশনের যাত্রী পরিষেবা ও আসানসোলের স্টেশনের পরিষেবা ক্ষতিয়ে দেখেন আসানসোলের ডিআরএম। পানীয় জল, সাফাই সহ বিভিন্ন কাজ কেমন চলছে তা ক্ষতিয়ে দেখেন ডিআরএম সহ রেলের অনান্য আধিকারিকরা।