সংবাদদাতা,বাঁকুড়াঃ- “শ্রীকান্ত মাহাতের চৈতন্য হয়েছে এবং তৃণমূল নেতাদের চৈতন্য হোক। তৃণমূল নেতাদের প্রতিদিন একজনা করে চৈতন্য হবে সেই দিনটার অপেক্ষায় আছি ।” রাজ্যের ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতের বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে ররিবার এভাষাতেই তৃণমূল দলকে কটাক্ষ করলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। এমন কটাক্ষ মন্তব্যের পাশাপাশি এদিন তিনি মন্ত্রী শ্রীকান্ত মাহাতে মন্তব্যকে সায় দিয়ে বলেন, “আমাদের বাঁকুড়ায় সায়ন্তিকা এবং সোহম মাসে দুদিন এসে নিয়ে যাচ্ছে ব্যাগ ভর্তি করে। প্রতি জেলাতে ঠিকা দিয়ে দেওয়া হয়েছে।” এদিন বিষ্ণুপুরে টোটোয় করে এক দলীয় কর্মীর বাড়ি যান সাংসদ। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রীর বিতর্কিত মন্ত্যব্য নিয়ে নিজের মতামত জানান। যদিও ইতিমধ্যেই ওই বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে নিজের ভুল স্বীকার করে নিয়েছেন রাজ্যের ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী।
প্রসঙ্গত সম্প্রতি রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতের একটি মন্তব্যকে ঘিরে জোর বিতর্ক তৈরি হয়। তার ওই বিতর্কিত মন্তব্য সহ একটি বক্তব্য ভিডিও ভাইরাল হয়। যেখানে শ্রীকান্ত মাহাতকে অভিযোগের সুরে বলতে শোনা যায়, “উমা সরেন, সন্ধ্যা রায়, মুনমুন সেন, জুন মালিয়া, সায়নী, সায়ন্তিকা, মিমি, নুসরত, নেপাল সিংহ, সন্দীপ সিংহ এবং উত্তরা সিংহের মতো নেতা-নেত্রী লুটেপুটে খাচ্ছেন”। এ সত্ত্বেও তাঁদেরকে দল সম্পদ বলে মনে করছে বলে ক্ষোভও প্রকাশ করেন তিনি। ভিডিও ভাইরাল হতেই বিতর্ক যাতে আরও বড় আকার ধারণ না করে তার আগেই মন্ত্রী তথা শালবনীর তিন বারের বিধায়ককে শোকজ করে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্ব। সেই শোকজের পরেই ভুল স্বীকার করলেন শালবনীর বিধায়ক। কিন্তু কী কারণে শ্রীকান্ত এমন বিতর্কিত মন্তব্য করেন, তা জানা যায়নি।