সংবাদদাতা, আসানসোলঃ- রবিবার পশ্চিমবঙ্গ বাউরি জাতি বিকাশ সংঘের উদ্যোগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের কৃতী ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হল। বাউরি জাতি বিকাশ সংঘের সালানপুর ব্লক কমিটির উদ্যোগে সামডি গ্রাম পঞ্চায়েত অন্তর্গত মুক্তাইচন্ডী কমিউনিটি হল প্রাঙ্গনে এদিন অনুষ্ঠিত হয় বাৎসরিক কর্মী সম্মেলন। এই অনুষ্ঠানেই ব্লকের প্রায় ১৫০জন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র তথা বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায়,পশ্চিমবঙ্গ বাউরি জাতি বিকাশ সংঘের জেলা সভাপতি বরুণ বাউরি,জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং,সামডি পঞ্চায়েত প্রধান জনার্ধন মণ্ডল সহ তৃণমূল নেতা ফুচু বাউরি।
এদিন মেয়র বিধান উপাধ্যায় বলেন, বাউরি সমাজ আরো উন্নত হোক এই আশা করি।পাশাপাশি বাউরি সমাজের ছাত্র ছাত্রীদের পড়াশোনার জন্য সমস্ত রকমের সাহায্যের আশ্বাস দেন তিনি। অন্যদিকে এদিন পশ্চিমবঙ্গ বাউরি জাতি বিকাশ সংঘের জেলা সভাপতি বরুণ বাউরি বলেন, আমাদের সংগঠনের মূল লক্ষ্য হলো শিক্ষা ও আত্মসম্মান। আমরা চাই ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েতে একটি করে লাইব্রেরি তৈরি করতে। যাতে ছাত্রছাত্রীরা উপকৃত হয়। পাশাপাশি তিনি বলেন ছাত্র ছাত্রীদের মনোবল বৃদ্ধি করতে প্রতি বছর যেনো এমন সুন্দর ভাবে সংবর্ধনা অনুষ্ঠান করা হয় তাতে ছাত্রছাত্রীরা আরো বেশি উৎসাহিত হবে।