eaibanglai
Homeএই বাংলায়তৃণমূল ছাত্র পরিষদের দলীয় পতাকা তুলে বিতর্কে কলেজ অধ্যক্ষা

তৃণমূল ছাত্র পরিষদের দলীয় পতাকা তুলে বিতর্কে কলেজ অধ্যক্ষা

সংবাদদাতা,বাঁকুড়াঃ– তৃণমূল ছাত্র পরিষদের পতাকা তুলে বিতর্কে জড়ালেন বাঁকুড়ার বিষ্ণুপুর রামানন্দ কলেজের অধ্যক্ষা। অধ্যক্ষার ওই পতাকা উত্তোলনের ছবি এলাকার তৃণমূল বিধায়ক তন্ময় ঘোষ নিজের সোস্যাল মিডিয়ায় পোস্ট করতেই মূহুর্তে তা ভাইরাল হয়ে যায়। এরপরই কড়া সমালোচনায় সম্মুখীন হন অধ্য়ক্ষা স্বপ্না ঘোড়ুই। তাঁর ভূমিকা নিয়ে সরব হয়েছে সব রাজনৈতিক দল। এমনকি এমন ঘটনা ঘটা উচিৎ নয় বলে দাবি করেছে খোদ স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

প্রসঙ্গত, গতকাল তৃণমূল ছাত্র পরিষদ সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিষ্ণুপুর রামানন্দ কলেজের গেটে পতাকা উত্তোলন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ ও রামানন্দ কলেজের অধ্যক্ষা স্বপ্না ঘোড়ুই। পরে ওই অনুষ্ঠানের ভডিও নিজের সোস্যাল মিডিয়া একাউন্টে পোস্ট করেন বিধায়ক তন্ময় ঘোষ। যেখানে দেখা যায় অনুষ্ঠানে তৃণমূল ছাত্র পরিষদের সাংগঠনিক পতাকা উত্তোলন করছেন কলেজের অধ্যক্ষা স্বপ্না ঘোড়ুই। সে কাজে তাঁকে সহায়তা করছেন বিধায়ক তন্ময় ঘোষ। পরে কলেজের ভেতর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অধ্যক্ষা নিজে হাতে কেক কেটে তা বিধায়ক ও ছাত্র সংগঠনের নেতৃত্বকে খাইয়ে দিচ্ছেন।

ভিডিওগুলি সামনে আসতেই সমালোচনায় সরব হয় বিরোধী দলগুলি। বাম ও বিজেপির তরফে বলা হয় কলেজের সর্বোচ্চ পদাধিকারী অধ্যক্ষর পদ নিরপেক্ষ হওয়া উচিত। শাসক দলকে খুশি করতেই একটি বিশেষ ছাত্র সংগঠনের পতাকা উত্তোলন করেছেন ওই অধ্যক্ষা। যদিও অধ্যক্ষার সাফাই, গতকাল রবিবার থাকায় কলেজ ছুটি ছিল। তাছাড়া অনুষ্ঠানটি হয়েছে কলেজ ক্যাম্পাসের বাইরে। কলেজ ক্যাম্পাসের বাইরে অধ্যক্ষার নিজস্ব স্বত্বা থাকতেই পারে । অন্যদিকে তৃণমূল নেতৃত্বের দাবী ঘটনাটি তাদের জানা নেই। দলীয় ছাত্র সংগঠনের পতাকা অধ্যক্ষার তোলা অনুচিত। এমনটা যদি হয়ে থাকে তাহলে দল তার ব্যবস্থা নেবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments