eaibanglai
Homeএই বাংলায়অত্যাধুনিক রেল ইঞ্জিন উৎপাদনের দাবীতে আন্দোলন

অত্যাধুনিক রেল ইঞ্জিন উৎপাদনের দাবীতে আন্দোলন

সংবাদদাতা, আসানসোলঃ- আগামী ৯ সেপ্টেম্বর ৯০০০ ও ১২০০০ হর্স পাওয়ারের অত্যাধুনিক রেল ইঞ্জিন উৎপাদনের দাবীতে ২৪ ঘন্টা ব্যাপী ধর্নায় বসতে চলছে চিত্তরঞ্জন রেল কারখানার লেবার ইউনিয়ন। তার সমর্থনে বুধবার বিক্ষোভ সভা অনুষ্ঠিত হল রেল কারখানার টাইম অফিস গেটে। বিক্ষোভ সভার সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি আর এস চৌহান। বক্তব্য রাখেন বিশ্বজিৎ মজুমদার, আর এস চৌহান, অভিরূপ চৌধুরী, স্নেহাশীষ চক্রবর্তী, রাজীব গুপ্ত।

একই সাথে কারখানায় অবসর প্রাপ্ত কর্মীদের যে বিদায়ী সভার ব্যবস্থা করতো কারখানা কর্তৃপক্ষ তা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করে ইউনিয়ন। ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজীব গুপ্ত বলেন, দীর্ঘদিন ধরে একজন কর্মী রেলের জন্য চাকরি করে দেশ গড়ার কাজে নিজেকে নিয়োজিত করে অবসর নেন। এহেন কর্মীদের অবসরের দিন সামান্য বিদায়ী অনুষ্ঠান অবধি না করা কর্তৃপক্ষের একটি চরম অমানবিক সিদ্ধান্ত।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments