নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- ডিএভি মডেল স্কুলের দশম ও দ্বাদশ শ্রেণীর সিবিএসই বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান “আরোহণ” খুবই গুরুত্ব ও মর্যাদা সহকারে আজ ৩১ শে আগস্ট বুধবার সৃজনী প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হলো । প্রধান অতিথি হিসেবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় শ্রী ভি পি সিং (ডিরেক্টার ইনচার্জ, বার্নপুর – দুর্গাপুর স্টিল প্ল্যান্ট)। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শ্রী অরুণ প্রসাদ ( আইএএস, ডিস্ট্রিক ম্যাজিস্ট্রেট এন্ড কালেক্টর) এবং প্রফেসর অনুপম বাসু ( ডিরেক্টর এন আই টি ,দুর্গাপুর )।এছাড়াও বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী অজয় নন্দ(এডিজি, টেলিকমিউনিকেশন) ,ডঃ কে সি শ্রীবাস্তব( রিজিওনাল অফিসার, ডি এ ভি ইনস্টিটিউশন ঝাড়খণ্ড জোন) এবং শ্রী এস কে পাল মহাশয় (এলএমসি চেয়ারম্যান) বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । এছাড়াও শ্রী তাপস ব্যানার্জী (MLA রাণীগঞ্জ এবং চেয়ারম্যান ADDA), শহরের ও পার্শ্ববর্তী বিভিন্ন স্কুলের অধ্যক্ষ অধ্যক্ষাগণ এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্কুলের অধ্যক্ষা চারাগাছ দিয়ে আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানান।
অনুষ্ঠানের সূচনায় গায়ত্রী মন্ত্র সহযোগে অতিথিগণ মঙ্গল দ্বীপ প্রজ্জ্বলন করেন। এরপর ডিএভি সংগীত পরিবেশিত হয়। ডিএভি মডেল স্কুলের অধ্যক্ষা ও দায়িত্বপ্রাপ্ত আঞ্চলিক অধিকর্তা, (ডিএভি ইনস্টিটিউশন পশ্চিমবঙ্গ শাখা) মাননীয়া পাপিয়া মুখার্জি মহাশয়া স্কুলের বার্ষিক প্রতিবেদনটি পেশ করেন। তিনি তাঁর স্বাগত ভাষণে উপস্থিত সকল অতিথি ও অভিভাবকগণকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি সফল ছাত্র ছাত্রীদের অভিনন্দন জানান এবং বলেন দশম শ্রেণীর ৩৯১ জন শিক্ষার্থীর মধ্যে ৯০% ও তার বেশি নম্বর পেয়েছে ১৪৪ জন। স্কুলের QPI ৮২.৮৮ শতাংশ । অপরদিকে দ্বাদশ শ্রেণীর QPI ৮০.৮৭ শতাংশ । নব্বই শতাংশ ও তার বেশি নম্বর পেয়েছে ১২৫ জন শিক্ষার্থী। স্কুলের এই সাফল্যে অধ্যক্ষা অত্যন্ত খুশি। তিনি তাঁর ভাষণে আরো বলেন বিগত দিনগুলোতে মারণ ব্যাধি কোভিডকে কে পিছনে ফেলে ছাত্রছাত্রীদের এই সাফল্য সত্যিই স্কুলকে গৌরবান্বিত করেছে। তারা বিভিন্ন প্রতিযোগিতা মূলক ও স্কলারশিপ পরীক্ষায় দেশে বিদেশে তাদের সফলতার পরিচয় রেখেছে। স্কুলের ছাত্র-ছাত্রীরা কেবলমাত্র শিক্ষা ক্ষেত্রে নয়, সহপাঠ্যক্রমিক কার্যাবলীতেও তারা সমানভাবে অংশগ্রহণ করে এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের কৃতিত্বের নিদর্শন রেখেছে। স্কুলের এই সাফল্যের জন্য তিনি কৃতি ছাত্র-ছাত্রীদের, তাদের অভিভাবকদের, স্কুলের শিক্ষক- শিক্ষিকা ও অশিক্ষক কর্মচারী সকলকেই ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আরও বলেন শিক্ষা শুধু মাত্র শিক্ষার্থীদের কর্মজীবনে প্রতিষ্ঠিত করবে তা নয়, পাশাপাশি আদর্শ মানুষ হিসাবেও যেন গড়ে তোলে। তখনই শিক্ষা হবে সার্থক।
এরপর একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। শিক্ষার্থীরা নৃত্য গীত বাদ্যযন্ত্র পরিবেশন এর মাধ্যমে সমস্ত প্রেক্ষাগৃহটিকে মুখরিত করে তোলে। বিশিষ্ট অতিথিবর্গ কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে মেডেল ও শংসাপত্র তুলে দেন । প্রধান অতিথি তাঁর আশীর্বাণীতে শিক্ষার্থীদের এই সাফল্যের জন্য অভিনন্দিত করেন এবং তিনি বলেন যে শিক্ষার্থীরা তাদের পরিশ্রমের ফল পেয়েছে এবং একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছবার পথ তৈরি করেছে। তাদের এই সাফল্যে স্কুলের অবদান অনস্বীকার্য। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি অনুপ্রেরণা মূলক গল্প বলেন ও স্কুল জীবনের গুরুত্ব উল্লেখ করেন। শ্রী তাপস ব্যানার্জী মহাশয় স্কুলের শিক্ষা ক্ষেত্রে অগ্রগতির ও সাংস্কৃতিক আদর্শের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানের শেষে স্কুলের শিক্ষিকা শ্রীমতি গিতালি মুখার্জি উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানটির শুভ সমাপ্তি ঘোষণা করেন।