নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- সম্প্রতি দুর্গাপুর নগর নিগমের বেনাচিতি সংলগ্ন ৫৪ ফুট রাস্তাটির নাম বদলের সিদ্ধান্ত দেয় পুরনিগম। গত মাসেই নগর নিগমের বোর্ডের দ্বারা সিদ্ধান্ত নেওয়া হয় যে ওই রাস্তাটির নাম বদলে বিখ্যাত সঙ্গীত শিল্পী কিশোর কুমারের নামে করা হবে। সেই মতো আজ সন্ধ্যায় মেয়র অনিন্দিতা মুখার্জি, দুর্গাপুর নগর নিগমের বরো চেয়ারম্যান রমা প্রসাদ হালদার ও স্থানীয় কাউন্সিলর সুস্মিতা ভুঁইয়ের উপস্থিতিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ৫৪ ফুট রাস্তাটির নাম কিশোর কুমার সরণি করা হবে।
