eaibanglai
Homeএই বাংলায়রেলের উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে আন্দোলন

রেলের উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে আন্দোলন

সংবাদদাতা,আসানসোলঃ- রেলের উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে আন্দোলনে নামলেন আসানসোলের চিত্তরঞ্জন রেল শহরের বাসিন্দারা। প্রসঙ্গত চিত্তরঞ্জন রেল শহরে রেলের জমি দখল করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বসবাসকারীদের উচ্ছেদ অভিযান চালু করেছে রেল প্রশাসন। আর এই উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে সরব হয়েছেন স্থানীয়রা। প্রতিবাদে এদিন তারা চিত্তরঞ্জন শহর ঢোকার আগে রাঁচি মোড়ে পথ অবরোধ করেন। তবে সাধারণ মানুষ, বাস ও চারচাকা সহ অন্যান্য গাড়িগুলিকে আটকানো হয়নি। শুধুমাত্র রেল কর্তৃপক্ষের যানবাহনকে আটকে রেখে পথ অবরোধ করা হয়।

অন্যদিকে রেলের জমিতে অবৈধভাবে বসবাসের কথা স্বীকার করে নিলেও অবরোধাকারীরা জানান তারা তিরিশ বছরের বেশি সময় ধরে এই এলাকায় বসবাস করছেন। এখন তারা কোথায় যাবেন। তাদের দাবি আগে মাথার উপর ছাদ,তার পর উচ্ছেদ। এইভাবে উচ্ছেদ করা চলবে না। উচ্ছেদ করতে হলে আলোচনায় বসে সংবিধান অনুযায়ী পুনর্বাসন দিতে হবে। আর সেই পক্রিয়া কি ভাবে করা যায় সেই বিষয়টা ভাবতে হবে রেল প্রশাসনকে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments