সংবাদদাতা, আসানসোলঃ- গরু পাচার মামলায় জামিল হল না তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের। তাকে আবার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল সিবিআই-এর বিশেষ আদালত। পরবর্তী শুনানির দিন ঠিক হয়েঠে ২১ সেপ্টেম্বর। গত ২৪ আগস্ট গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। তারপর থেকে তিনি আসানসোল সংশোধনাগারে রয়েছেন।
প্রসঙ্গত,নিরাপত্তার কারণে আসানসোল সংশোধনাগার থেকে ভার্চুয়াল শুনানি করার আবেদন করেছিলেন জেল সুপার কৃপাময় নন্দী। সেই আবেদন জেলা জজ সুনির্মল দত্তর কাছে বিবেচনার জন্য পাঠিয়ে দেন বিচারক রাজেশ চক্রবর্তী। কিন্তু সেই আবেদন জেলা জজ মঞ্জুর করেননি। তাই এদিন সকাল এগারোটা নাগাদ অনুব্রত মণ্ডলকে আসানসোল জেল থেকে সিবিআইয়ের বিশেষ আদালতে নিয়ে যাওয়া হয়। যাওয়ার সময় সাংবাদিকদের শরীর কেমন আছে, প্রশ্নের উত্তরে শরীর ভাল নেই বলে জানান অনুব্রত। জেল থেকে সিবিআইয়ের বিশেষ আদালতে রাস্তায় ছিলো কড়া নিরাপত্তা।