নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- দুর্গাপুরে অটোচালকদের বিরুদ্ধে অ্যাপ চালিত বাইক র্যাপিডো চালকদের মারধরের অভিযোগ উঠল। প্রতিবাদে শুক্রবার কোকওভেন থানায় বিক্ষোভ দেখায় র্যাপিডো চালকরা। সেখানেও থানার বাইরে অটোচালক ও র্যাপিডো চালকদের মধ্যে বচসা শুরু হয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে থানা চত্বরে। যদিও পুলিশের তৎপরতায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
অভিযোগ বৃহস্পতিবার রাতে দুর্গাপুর স্টেশন এলাকায় অটোচালকেরা বেনাচিতির বাসিন্দা আশীষ দে নামে এক র্যাপিডো চালক কে ব্যাপক মারধর করে। ঘটনায় মাথায় গুরুতর চোট পান ওই র্যাপিডো চালক। জানা গেছে যাত্রী তোলা নিয়ে দুপক্ষের মধ্যে বিবাদের সৃষ্টি হয়। যদিও অটোচালকেরা সংবাদমাধ্যমের কাছে কোনও মন্তব্য করতে চাননি।
জানা গেছে বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করেছেন স্থানীয় নেতা সঞ্জু সাহা। তিনি জানান যাত্রী নিয়ে যাওয়া নিয়ে সমস্যার সূত্রপাত। দুই পক্ষকে সঙ্গে নিয়ে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।