eaibanglai
Homeএই বাংলায়পুড়িয়ে মারার চেষ্টা, আতঙ্কে ঘরছাড়া কাঁকসার আদিবাসী পরিবার

পুড়িয়ে মারার চেষ্টা, আতঙ্কে ঘরছাড়া কাঁকসার আদিবাসী পরিবার

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ডাইনি অপবাদে গোটা পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ। আতঙ্কে প্রায় দু’মাস ধরে ঘরছাড়া কাঁকসার বনকাটি খেড়োবাড়ি এলাকার একটি আদিবাসী পরিবার। গত বৃহস্পতিবার কাঁকসা থানার দ্বারস্থ হয় পরিবারটি। অভিযোগ দায়ের হলেও বিষয়টি নিয়ে আপাতত মুখ খুলতে চাইছে না কাঁকসা ব্লক প্রশাসন।

প্রত্যন্ত কোনও গ্রামাঞ্চল নয়। দুর্গাপুর শহর সংলগ্ন কাঁকসা ব্লকে এবার ডাইনি অপবাদে অত্যাচারের অভিযোগ উঠেছে একটি আদিবাসী পরিবারের উপর। অভিযোগ গত জুলাই মাসের ২২তারিখ রাতে আচমকা ওই পারিবারটির উপর হামলা করে গ্রামের মানুষ। পরিবারের দুই মহিলা এক শিশু সহ দুই পুরুষকে মারধরের করে পেট্রল ও কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টাও করে। যদিও কোনও ক্রমে কাঁকসার গড় জঙ্গলে পালিয়ে বাঁচে পরিবারটি। আপাতত জঙ্গলের মাঝে এক আত্মীয়ের গোয়ালঘরে ঠাঁই নিয়ে কোনও মতে দিন গুজরান করেছে অত্যাচারিত আদিবাসী পরিবারটি।

অন্যদিকে অভিযুক্ত গ্রামবাসীরা ডাইনি অপবাদ দেওয়া ও অল্পবিস্তর মারধরের কথা স্বীকার করে নিলেও পরিবারটিকে ঘরছাড়া করার অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি ওই পরিবারটি কালা জাদু জানে। আর ওই যাদু বলে গ্রামের লোকের ক্ষতি করছিল। মাথার খুলি নিয়ে তন্ত্র মন্ত্র করত, যার ফলে বিগত কিছুদিন যাবত দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এলাকার বেশ কিছু যুবকের। তারই প্রতিবাদ করেছিলেন তারা।

এখন প্রশ্ন উঠছে, যেখানে ডাইনি প্রথার মতো সামাজিক ব্যাধি রোধ করার জন্য প্রশাসনিক থেকে বিভিন্ন স্তরে ক্রমাগত চেষ্টা চলছে সেখানে খোদ দুর্গাপুর শহর সংলগ্ন এলাকায় ডাইনি অপবাদে গোটা একটা পরিবার অত্যারিচত হচ্ছে অথচ মুখে কুলুপ এঁটে কীভাবে বসে রয়েছে প্রশাসন ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments