নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- দামোদরে স্নান করতে নেমে জলে জলিয়ে মৃত্যু হল দুর্গাপুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির এক ছাত্রের। মৃত ছাত্রের নাম শুভম শান্তম রাজু। শুভম এনআইটির ইঞ্জিনিয়ারিংয় বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিল।
জানা গেছে গতকাল এনআইটির ছয় ছাত্র দুর্গাপুর ব্যারাজে বেড়াতে গিয়েছিল। সেখানে শুভম সহ তিন ছাত্র দামোদরে নেমেছিল স্নান করতে। সেই সময় হঠাৎ সে জলে তলিয়ে যায়। তার সঙ্গে থাকা অন্য দুই ছাত্র বাঁচানোর চেষ্টা করলেও সফল হয়নি। এরপরই শুভমের বন্ধুরা পুলিশে খবর দেয়। তড়ঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় বড়জোড়া থানার দল। স্থানীয় উদ্ধারকারী দল তল্লাশি শুরু করে কিছুক্ষণের মধ্যেই শুভমকে উদ্ধার করে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। চিকিৎসকরা ওই ছাত্রকে মৃত বলে ঘোষণা করেন।
অন্যদিকে এদিনের ঘটনার পর ফের দামোদরের ঘাটে নজরদারি নিয়ে সরব হয়েছেন স্থানীয়রা। প্রসঙ্গত ব্যারেজ এলাকায় নদীতে না নামার নির্দেশ থাকলেও প্রায়ই ওই নির্দেশ অমান্য করে জলে নেমে পড়েন লোকজন। যার ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে। ঘটে প্রাণ হানীর মতো ঘটনাও। স্থানীয়দের দাবি এলাকায় নজরাদারি বাড়ানো না হলে আগামী দিনে আবারও প্রাণ হানীর মতো ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।











