নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- দিল্লি যাওয়ার পথে, পথ ভুলে দুর্গাপুরে আটকে পড়েছেন ত্রিপুরার এক যুবক। তাকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় এক স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার।
জানা গেছে চলতি মাসের ৯ তারিখ ত্রিপুরার উদয়পুরের বাসিন্দা আকরাম হোসেন নামে বছর তিরিশের এক যুবক দিল্লির উদ্দেশ্যে রওনা দেন কিন্তু পথ ভুলে তিনি দুর্গাপুরে স্টেশনে এসে পড়েন। গত দুদিন ধরে ওই যুবককে স্টেশন চত্বরেই ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা দুর্গাপুরের এক স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধার শিল্পী পালকে খবর দেন। তিনি পুলিশের সঙ্গে যোগাযোগ করে ওই যুবককে পুলিশের হাতে তুলে দেন। অন্যদিকে ছেলের খোঁজে ওই যুবকের বাবা মাও স্থানীয় থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেছিলেন। খবর যায় ত্রিপুরার রাধা কৃষ্ণ পুলিশ স্টেশনেও। যোগাযোগ করা হয় যুবকের পরিবারের লোকেদের সঙ্গে। জানা গেছে সেখানকার পুলিশ যুবকের বাড়ির লোকেদের নিয়ে আগামীকাল দুর্গাপুরে পৌঁছবেন।
অন্যদিকে যুবককে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে বাড়িতে কাউকে কিছু না বলেই তিনি দিল্লি যাচ্ছিলেন। তবে কি কারণে তিনি দিল্লি যাচ্ছিলেন সে বিষয়ে কিছু জানাতে পারেননি। তার সঙ্গে স্কুল কলেজের সমস্ত সার্টিফিকেট, আধার কার্ড সব অনেক নথি পাওয়া গেছে। যদিও তার সঙ্গে কোনও ফোন ছিল না। যুবক জানিয়েছেন বাড়িতে তার বাবা মা ছাড়াও দুই বোন আছে। এখন তিনি পরিবারের কাছে ফিরতে চাইছেন। অন্যদিকে যুবকের কথাবার্তা কিছুটা অসংলগ্ন হওয়ায় ওই যুবক মানসিক ভাবে পুরোপুরি সুস্থ নয় বলে ধারনা স্থানীয়দের।