সংবাদদাতা,আসানসোলঃ- এক প্রাক্তন সেনা কর্মীর মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়াল আসানসোলে। চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগে আসানসোলের এক বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিজনেরা।
প্রসঙ্গত গত ১১ তারিখ রানীগঞ্জের মঙ্গলপুরে বাঁকুড়ার গঙ্গাজলঘাটির নিবাসী প্রাক্তন সেনা কর্মী নৃপেন গরাই পথ দুর্ঘটনায় আহত হন। ওই দুর্ঘটনার পর পুলিশ তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকদের পরামর্শে অস্ত্রপোচারের জন্য তাকে এস বি গরাই রোডের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। পরিবারের অভিযোগ সেখানে অস্ত্রপোচারের পর ভুল চিকিৎসার দরুণ রোগীর অবস্থার অবনতি হলে তাকে অন্যত্র স্থানান্তর করে দেওয়া হয়। রোগীর অবস্থা যখন শঙ্কটজনক অন্যত্র নিয়ে যাওয়ার মতো অবস্থায় নেই তখন সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সিংহোম কর্তৃপক্ষ দায় সারতে রোগীকে রেফার করে দেন বলে অভিযোগ। দুর্গাপুরের সিটিসেন্টারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় রোগীর।
এরপর মৃতদেহ নিয়ে ওই নার্সিংহোমে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন মৃতের পরিজনেরা। কর্তব্যরত চিকিৎসকের শাস্তির পাশাপাশি ক্ষতিপূরণ ও ওই নার্সিংহোম বন্ধের দাবিতে সরব হন তারা। ঘটনাকে কেন্দ্র করে নির্সিংহোম চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আসানসোল দক্ষিণ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।