নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- জমি বিবাদের জেরে দুর্গাপুরের এজোনের বাসিন্দা মহিলার বাড়িতে হামলা চালিয়ে তাকে খুনের চেষ্টার অভিযোগ উঠল ভাইয়ের পরিবারের বিরুদ্ধে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গেছে গত মঙ্গলবার দুপুরে হঠাৎ এজোনের শিবাজী রোডের বাসিন্দা প্রতিমা ধীবরের বাড়িতে হাজির হন তার ভাই গৌরচন্দ্র ধীবর ও তার পরিবার। গৌরচন্দ্র ধীবর পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানার অন্তর্গত আদুরিয়া গ্রামের বাসিন্দা। এদিন দুপুরে যখন গৌরচন্দ্র তার দিদির বাড়ি পৌঁছন তখন প্রতিমা দেবী বাড়িতে একাই ছিলেন। তার স্বামী ও পুত্র দুজনেই কর্মস্থলে ছিলেন। সেই সময় গৌরচন্দ্র তার দিদিকে আদুরিয়ায় অবস্থিত তার বাসস্থানের পাশের জমিটি তার নামে লিখে দেওয়ার জন্য জোরাজুরি করতে থাকেন। কিন্তু তাতে রাজি হননি প্রতিমাদেবী। বিষয়টি নিয়ে দুজনের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ এর পর গৌরচন্দ্র তার স্ত্রী ও মেয়ে তিনজনে মিলে প্রতিমাদেবীর উপর চড়াও হন। এমনকি তাকে মারধরের পাশাপাশি শ্বাস রোধ করে খুনের চেষ্টা করা হয় বলেও অভিযোগ। ওই সময় প্রতিমাদেবীর চশমা ভেঙে দেওয়ার পাশাপাশি ফোনটিও কেড়ে নিয়ে ফেলে দিয়ে পরিবার নিয়ে চম্পট দেন গৌরচন্দ্র। ফলে ঘটনার কথা কাউকে জানাতে পারেননি প্রতিমাদেবী। পরে তার ছেলে বাড়ি ফিরে মাকে প্রায় অচৈতন্য অবস্থায় ঘরের মেঝেতে পরে থাকতে দেখেন। তড়িঘড়ি প্রতিমাদেবীকে উদ্ধার করে ডিএসপি হসপিটালে ভর্তি করেন তিনি।
মঙ্গলবার দুপুরে যখন ওই ঘটনা ঘটে তখন মুষলধারে বৃষ্টি হওয়ায় প্রতিবেশীরা কিছু টের পাননি বলে জানিয়েছেন। অন্যদিকে প্রতিমাদেবীর স্বামী তপন ধীবর জানিয়েছেন বহুদিন ধরেই শ্যালকের সঙ্গে জমি নিয়ে বিবাদ চলছে তাদের। তাই তার স্ত্রীকে খুনের পরিকল্পনা করেছিল তার শ্যালক ও তার পরিবার। বুধবার দুর্গাপুর থানায় প্রতিমাদেবীর পুত্র তার মামা ও তার পরিবারের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেন দুর্গাপুর থানায়।