সংবাদদাতা,আসানসোলঃ- পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে গৃহস্থের বাড়ি ভেঙে ঢুকে পড়ল পাচারকারীদের গাড়ি। ঘটনা আসানসোলের জামুড়িয়ার বীরপুর গ্রামের।
পুলিশ সূত্রে জানা গেছে রাতে জামুড়িয়ার বাজার এরিয়ায় নাকা চেকিং চলার সময় জামুড়িয়ার চাকদোলা ৬০ নম্বর জাতীয় সড়ক থেকে জামুড়িয়ার দিকে আসা একটা পিকআপভ্যান চেকিং দেখে গাড়িটি ঘুরিয়ে গতি বাড়িতে পালানোর চেষ্টা করে। সঙ্গে সঙ্গে পুলিশ গাড়ি ধাওয়া করে পিকআপভ্যানটিকে। এদিকে পুলিশের তাড়া খেয়ে জামুড়িয়ার বীরপুর গ্রামের ঢুকে পড়ে পিকআপ ভ্যানটি । অত্যন্ত দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় একটি বাড়ির দেওয়াল ভেঙে ঢুকে যায় গাড়িটি। দুর্ঘটনার পরই এলাকা ছেড়ে চম্পট দেয় পিকআপভ্যানের চালক ও তার সঙ্গী।
অন্যদিকে দেওয়াল ভাঙার বিকট শব্দে গ্রামবাসীরা বাড়ি থেকে বেরিয়ে পড়েন এবং দেখেন গাড়ির ভিতর দুটি গরু বাঁধা অবস্থায় রয়েছে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ গাড়ি গ্রামে পৌঁছলে ক্ষতিপূরণের দাবিতে সরব হন স্থানীয়রা। অবশেষে ক্ষতিপূরণের আশ্বাস পেয়ে গাড়িটিকে পুলিশের হাতে তুলে দেন গ্রামবাসীরা। এরপর জামুরিয়া থানার পুলিশ ওই গরু সহ গাড়িটিকে থানায় নিয়ে যায়।
এই পাচার কোথা থেকে কিভাবে কতদিন ধরে চলছিল তার তদন্ত শুরু করেছে জামুড়িয়া থানার পুলিশ।