সংবাদদাতা, আসানসোলঃ- বৃহস্পতিবার একইসঙ্গে গরু পাচার মামলায় সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হল অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে ও আসানসোল সংশোধনাগারে গিয়ে অনুব্রত মণ্ডলকে জেরা করলেন সিবিআই আধিকারিকরা। এদিন সায়গলকে আদালতে পেশ করা হলে বিচারক জামিন নাকচ করে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। অন্যদিকে এদিন বেলা ১২টা নাগাদ পাঁচ জন সিবিআই আধিকারিকের একটি দল আসানসোল সংশোধনাগারে পৌঁছয়। তাদের মধ্যে দুই আধিকারিক অনুব্রত মণ্ডলকে জেরা করে বলে জানা যায়। ঘণ্টাখানেক ধরে চলে জেরা। বেলা ১টা নাগাদ আসানসোল সংশোধনাগার থেকে বেরিয়ে যান সিবিআই আধিকারিকরা। সিবিআই সূত্রে খবর গত কয়েক দিনে অনুব্রত ঘনিষ্ঠ বেশ কয়েকজনকে জেরা করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেই জেরায় অনেক তথ্য সিবিআইয়ের হাতে এসেছে। সেইসব তথ্য নিয়েই অনুব্রত মণ্ডলকে জেরা করতে এদিন আসানসোলে পৌঁছন সিবিআই আধিকারিকরা।
প্রসঙ্গতঃ অগস্ট মাসে গরু পাচার মামলায় বোলপুর থেকে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। তারপর গত ২৪ আগষ্ট থেকে আসানসোল সংশোধনাগারে রয়েছেন তিনি।