eaibanglai
Homeএই বাংলায়মহানগরের পর এবার বাঁকুড়া শহরে ডেঙ্গুর প্রকোপ

মহানগরের পর এবার বাঁকুড়া শহরে ডেঙ্গুর প্রকোপ

সংবাদদাতা,বাঁকুড়া:- কলকাতা সহ পাশ্ববর্তীতে জেলাগুলির পর এবার বাঁকুড়া শহরে ডেঙ্গুর প্রকোপ। বাঁকুড়া পৌরশহরের একই ওয়ার্ডে ডেঙ্গুতে আক্রান্ত ৫০ জন। পৌরশহরের ১৯ নম্বর ওয়ার্ডে ডেঙ্গুর প্রকোপ সব থেকে বেশী। স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকার নালা-নর্দমা গুলি সাফাই করা হয়নি। তার জেরেই দেখা দিয়েছে মশা বাহিত এই রোগের প্রকোপ। আক্রান্ত রোগীদের কয়েকজনকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকিরা বাড়িতে চিকিৎসাধীন রয়েছে।

শনিবার পৌরসভার তরফে একটি মেডিক্যাল টিম ১৯ নম্বর ওয়ার্ড পরিদর্শন করে। টিমের সদস্যরা ওয়ার্ডের বাড়িতে বাড়িতে গিয়ে মানুষজনের স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং তাদের সচেতন থাকার নির্দেশ দেন। কারো ডেঙ্গুর লক্ষণ দেখা গেলে সঙ্গে রক্ত পরীক্ষার পরামর্শ দেন। পাশাপাশি এলাকার বাসিন্দাদের বাড়ি ও বাড়ির বাইরে থাকা যে কোনও পাত্রে জমা জল ফেলে পরিস্কার পরিছন্ন রাখার আবেদন জানান।

এদিকে বাঁকুড়া পৌরসভর জনস্বাস্থ্য দপ্তরের চেয়ারম্যান আজিজুর রহমান খোদ এই ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হওয়ায় তার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। যদিও কাউন্সিলরের দাবি এলাকায় জমা জল এবং ঘিঞ্জি জনবসতি ডেঙ্গুর প্রকোপের কারণ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments