সংবাদদাতা,আসানসোলঃ- বেআইনি কয়লা পাচার নিয়ে যখন তোলপার রাজ্য রাজনীতি। পাশাপাশি তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় ও রাজ্য তদন্তকারী সংস্থা সিবিআই, ইডি সিআইডি, তখন রাজ্যে বার বার নতুন পদ্ধতিতে কয়লা পাচারের অভিযোগ উঠছে। দুধের গাড়ির পর এবার খাদ্য সরবরাহকারী কন্টেনারে কয়লা পাচারের চেষ্টার অভিযোগ উঠল। গত সোমবারের পর শুক্রবার রাতে ফের আসানসোলের জামুড়িয়ায় পুলিশি নাকা চেকিংয়ে খাদ্য সরবরাহকারী একটি কন্টেনার থেকে উদ্ধার হল বস্তা বোঝাই অবৈধ কয়লা। পুলিশের দাবি ওই কয়লা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম সুরজ কুমার দাস ,কলকাতার বাসিন্দা ও জামুড়িয়ার বগড়ার বাসিন্দা তারক মণ্ডল। শনিবাধ ধৃত দুজনকে আসানসোল আদালতে তোলা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে গতকাল রাতে জামুরিয়া থেকে রানীগঞ্জ যাওয়ার রাস্তায় বিজপুর সংলগ্ন এরিয়ায় নাকা চেকিং হচ্ছিল । সেই সময় একটি খাদ্য সরবরাহকারী কন্টেনার দাঁড় করিয়ে তল্লাশি চালানোর সময় গাড়ি ভর্তি অবৈধ কয়লার বস্তা উদ্ধার হয়। ওই কয়লা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হলেও কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা এখনও জানা যায়নি। গাড়িতে থাকা দুই ব্যক্তিকে গ্রেফতার করার পাশাপাশি গাড়িটিকেও আটক করে পুলিশ। জানা গেছে গাড়িটি হুগলির তামান্না ফুডস প্রোডাক্ট প্রাইভেট লিমিটেডের গাড়ি। এ বিষয়ে ডিসি সেন্ট্রাল কুলদীপ এসএস বলেন, “কোথা থেকে এই কয়লা নিয়ে আসা হচ্ছিল এবং কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।”
প্রসঙ্গত,গত সোমবার জামুড়িয়াতেই নাকা চেকিংয়ের সময় দু’টি দুধের কন্টেনার আটক করে অবৈধ কয়লা উদ্ধার করে পুলিশ। পাচারের অভিযোগে গ্রেফতার হয় এক জনকে। অবৈধ কয়লা পাচার বন্ধে যখন কড়া নজরদারি চলছে রাজ্য জুড়ে তখন কয়লা পাচারের নতুন মাধ্যম হিসাবে কয়লা পাচারকারীরা দুধ সহ খাদ্য সরবরাহকারী কন্টেরা ব্যবহার করছে। এমন তথ্যই উঠে আসছে বার বার।