সংবাদদাতা,বাঁকুড়াঃ- পুলিশ হেফাজতে এক ব্যাক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়াল বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানায়। মৃত ব্যাক্তির নাম অমৃত বাউরী। বাড়ি বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার গোবিন্দধাম গ্রামে। পুলিশ হেফাজতে কীভাবে ওই ব্যাক্তির মৃত্যু হল তা নিয়ে তদন্তের দাবী জানিয়ে শনিবার সকালে থেকে থানার সামনে দফায় দফায় বিক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিজনেরা।
মৃতের পরিবার সূত্রে জানা গেছে গত বৃহস্পতিবার রাত ন’টা নাগাদ অমৃত বাউরীকে বাড়ি তুলে নিয়ে যায় গঙ্গাজলঘাটি থানার পুলিশ। অভিযোগ কেন তাকে থানায় নিয়ে যাওয়া হয় সে বিষয়ে পরিবারকে কিছু জানায়নি পুলিশ। অথচ ধৃতকে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ করার নিময় থাকলেও শুক্রবার তাকে আদালতে পেশ করা হয়নি। এরই মধ্যে শনিবার সকালে ফের অমৃত বাউরীর স্ত্রী সহ তার পরিবারের কয়েক জনকে থানায় নিয়ে গিয়ে কিছু নথিতে টিপ ছাপ দেওয়ানো হয় বলে অভিযোগ। মৃতের পরিবারের সদস্যদের দাবি এরপর পুলিশ জানায় অমৃত আত্মহত্যা করেছে।
অন্যদিকে অমৃত বাউড়ীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গোবিন্দধাম গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অমৃতের মৃত্যু রহস্যের প্রকৃত তদন্তের দাবীতে সরব হয় অমৃতের পরিবার ও এলাকার বাসিন্দারা। তদন্তের দাবীতে এদিন দফায় দফায় গঙ্গাজলঘাটি থানায় বিক্ষোভ দেখান তাঁরা।
যদিও বিষয়টি নিয়ে পুলিশ আধিকারিক বিবেক ভার্মা জানান, শৌচালয়ে যাবার নাম করে সেখানেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে অমৃত বাউড়ী। এমনকি সিসিটিভি ক্যামেরায় সেই ছবি ধরা পড়েছে বলেও দাবি করেছেন তিনি।