নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- হাতে আর মাত্র কয়েকটা দিন। বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুরোর প্রস্তুতি তাই তুঙ্গে। পিছিয়ে নেই শিল্প শহর দুর্গাপুরও। এই শিল্পাঞ্চলের বেশ কয়েকটি বিগ বাজেটের পুজো দেখতে শহরের বাইরে এমনকি ভিন জেলা থেকেও ভিড় জমান দর্শনার্থীরা। তবে গত দু’বছর করোনার বিধিনিষেধের কারণে সেই ভিড় দেখা যায়নি। তবে এবার সংক্রমণ অনেকটাই কম থাকায় শহরের বিগ বাজাটের পুজগুলো দেখতে আগের মতোই ভিড় হবে বলে আশা করেছে পুজো কমিটিগুলো। তাই এই বিগ বাজেটের পুজোগুলির নিরাপত্তা সহ বিভিন্ন দিক খতিয়ে দেখতে রবিবার পরিদর্শন করলেন আসানসোল দুর্গাপুর পুলিস কমিশনারেটের ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তা। এছাড়াও ছিলেন এসিপি দুর্গাপুর তথাগত পাণ্ডে, দুর্গাপুর থানার ওসি সৌমেন্দ্র ঠাকুর ও ট্রাফিক গার্ডের পুলিস।
পুজোগুলির অগ্নিনিবারক ব্যবস্থা, নিরাপত্তা সহ ভিড় নিয়ন্ত্রণ, দুর্ঘটনা এড়ানো, পার্কিং ইত্যাধি একাধিক বিষয়ে পুজো কমিটি গুলি কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন তা খতিয়ে দেখেন পরিদর্শক দলের আধিকারিকরা।
এই বিষয়ে ডিসি অভিষেক গুপ্তা জানান, প্রতিটি বিগ বাজেটের পুজো মণ্ডপে একটি করে পুলিস ক্যাম্প করা হবে। এছাড়াও থাকবে সেফ্টি বাহিনী। পাশাপাশি এবার করোনা সংক্রমণ কম থাকলেও করোনা বিধিনিষেধ মেনে চলতে হবে পুজো কমিটি গুলিকে।