সংবাদদাতা,আসানসোলঃ– চিটফান্ড মামলায় ধৃত সুদীপ্ত সেনকে সোমবার আসানসোল আদালতে পেশ করা হল। এদিন সকালে কোলকাতা থেকে সুদীপ্ত সেনকে আসানসোল আনা হয় এবং আদালতে পেশ করা হয়। জানা গিয়েছে তার বিরুদ্ধে আসানসোল আদালতে আর্থিক তছরুপের পাঁচটি মামলা রয়েছে। সবকটি মামলায় গত ২৩.১২ ২০১৩ সালে সুদীপ্ত সেনের জামিন মঞ্দুর করে আদালত। কিন্তু বেল বন্ড বা জামিন পন জমা করতে না পারায় তিনি জেল থেকে ছাড়া পাননি। আজ আদালতে সুদীপ্ত সেনকে পেশ করা হলে তিনি বিচারকের কাছে জানান, বর্তমানে আর্থিকভাবে তিনি এতটাই বিপর্যস্ত যে তার পক্ষে বেল বন্ড জমা করা সম্ভব নয়। তাই তিনি ব্যক্তিগত রিলিজ বন্ডে আদালতের কাছে জামিন চান। বিচারক তার আবেদন মঞ্জুর করেন।
প্রসঙ্গত এক সময় ডাকসাইটে ব্যবসায়ী সারদা কর্তা সুদীপ্ত সেনের বর্তমানে জামিন পন দেওয়ার মতো অবস্থা নেই। বর্তমানে তাকে দেখে চেনাও যাচ্ছে না। মাথার চুলে ও দাড়ি গোঁফে পাক ধরেছে। চেহারাও একেবারে জীর্ণ ।