eaibanglai
Homeএই বাংলায়মহালয়া উপলক্ষ্যে মিউজিক পয়েন্টের সংগীতানুষ্ঠান- "আগমনী"

মহালয়া উপলক্ষ্যে মিউজিক পয়েন্টের সংগীতানুষ্ঠান- “আগমনী”

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের মিউজিক পয়েন্ট সংগীত একাডেমীর পরিচালনায় “আগমনী” শীর্ষক সংগীতানুষ্ঠান আয়োজিত হয়েছিল ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় ইস্পাতনগরীর চিলড্রেনস্ একাডেমী অফ কালচারের জগদীশচন্দ্র বসু সভাগৃহে। ‘স্বর ও সাধনা’র শিল্পীদের গাওয়া উদ্বোধনী সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর, ‘মিউজিক পয়েন্ট’ এর সদস্য ও শিক্ষার্থীরা বিভিন্ন স্বাদের সংগীত পরিবেশন করেন। ছিল যন্ত্রসংগীত ও। নৃত্যের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ‘সরগম কলাকেন্দ্র’র শিল্পীরা। অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তবলা শিল্পী সৌমিত্রজিৎ চট্টোপাধ্যায় এবং উচ্চাঙ্গ সংগীত শিল্পী জ্যোৎস্না চট্টোপাধ্যায় কে সংবর্দ্ধনা জ্ঞাপন করা হয়। প্রায় তিন ঘণ্টা ব্যপী অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করতে একাডেমীর অন্যতম সদস্য সুদীপ দাস, তুষার মুখোপাধ্যায় প্রমুখের অনবদ্য ভূমিকা নিঃসন্দেহে উল্লেখযোগ্য।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments