নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- পুজোর মুখে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে। ইতিমধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। দুর্গাপুরেও ডেঙ্গু আক্রান্ত রোগীর খোঁজ মিলেছে। এরপরই ডেঙ্গু প্রতিরোধে তৎপরতা শুরু করেছে দুর্গাপুর নগর নিগম। মঙ্গলবার দুর্গাপুরের একাধিক ওয়ার্ডে ডেঙ্গু নিয়ে নজরদারি করলেন খোদ দুর্গাপুর নগর নিগমের কমিশনার ময়ূরী ভাসু, নগর নিগমের পুরপ্রশাসক বোর্ডের সদস্য রাখি তিওয়ারি।
এদিন দুর্গাপুরের ২০ নম্বর ওয়ার্ডের ৫৪ ফুটের বিস্তীর্ণ এলাকা ও ৯ নম্বর ওয়ার্ডের নিশানহাট বস্তি এলাকায় অভিযান চলে নগর নিগমের তরফে। এলাকায় কোথায় জল ও নোংরা আবর্জনা জমে রয়েছে কিনা খতিয়ে দেখেন নগর নিগমের কমিশনার ময়ূরী ভাসু ও পুরপ্রশাসক বোর্ডের সদস্য রাখি তিওয়ারি। পাশাপাশি এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেও খোঁজখবর নেন তারা।
পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাখি তিওয়ারি বলেন ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে ও এগিয়ে আসতে হবে। পাশাপাশি তিনি দাবি করেন বর্তমানে দুর্গাপুর নগর নিগম এলাকায় কোনও ডেঙ্গু রোগী নেই। দিন কয়েক আগে ধান্ডাবাগ এলাকার একজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন তবে বর্তমানে তিনি সুস্থ আছেন। ডেঙ্গু প্রতিরোধে রাজ্য স্বাস্থ্য দফতরের পাশাপাশি দুর্গাপুর নগর নিগমও তৎপর বলে জানান তিনি।