সংবাদদাতা,বাঁকুড়া:- শাল সেগুনের জঙ্গলের মাঝে লাল মাটির আঁকা-বাঁকা পথ, প্রকৃতির রৌদ্রছায়ায় বর্ণচ্ছটা এই নিয়ে গঠিত লালমাটির দেশ বাঁকুড়া। এবার বাঁকুড়ার সোনামুখীর মনোহরতলা সার্বজনীনের পুজো কমিটি পুজোর থিমে তুলে ধরছে এই লাল মাটির ঐতিহ্যকে। অভিনব এই থিমের নাম রাখা হয়েছে ‘এই লাল মাটির দেশে মাগো জন্ম আমায় দিও’।
এবছর ৪১তম বর্ষে পদার্পন করছে এই পুজো কমিটির পুজো। মণ্ডপ সেজে উঠেছে বাঁকুড়ার হস্তশিল্পের শৈলী ও টেরাকোটার অদ্ভুত অদ্ভুত সব সাজে । বাঁকুড়া জেলার বিখ্যাত চিত্রশিল্পী যামিনী রায়ের হাতের কাজের সাথে সাথে বাঁকুড়া,বীরভূম ও পুরুলিয়া এই তিন জেলার হস্তশিল্প দিয়েও সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপ।
শিবপ্রসাদ চ্যাটার্জি নামে এক পুজো উদ্যোক্তা জানান লাল মাটির হস্তশিল্পীদের ঐতিহ্য তুলে ধরতেই এই থিম বেছে নেওয়া হয়েছে। সবে মিলে এই থিমের চমক দর্শকদের মন কাড়বে এমনটাই আশা উদ্যোক্তারা।