সংবাদদাতা, আসানসোলঃ– আসানসোল সংশোধনাগারে ৪ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগল হোসেনকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিল ইডি। অভিযোগ জেরায় সহযোগিতা না করে ইডি আধিকারিকদের বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন সাইগেল। বিষয়টি নিয়ে দিল্লির আধিকারিকদের সঙ্গে আলোচনা করে তাদের সবুজ সঙ্কেত পাওয়ার পরই সাইগেলকে গ্রেফতার করে ইডি। তবে সাইগেলকে জেরার জন্য দিল্লি নিয়ে যাওয়া হবে কিনা তা এখনও জানা যায়নি।
উল্লেখ্য আসানসোল জেলে সাইগেল হোসেনকে জেরা করতে ইডির ৬ অফিসার শুক্রবার সকাল দশটা নাগাদ আসানসোল সংশোধনাগারে পৌঁছন। তাদের মধ্যে ৪ জন জেলের ভেতরে প্রবেশ করে সাইগেলকে জিজ্ঞাসাবাদ করেন। পুজোর আগেই আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালত থেকে গরু পাচার মামলায় ধৃত সাইগেল হোসেনকে জেলে গিয়ে জেরা করার অনুমতি নেয় ইডি।
জানা গেছে রাজ্য পুলিশের একজন সাধারণ কনস্টেবল হয়ে কীভাবে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হলেন তিনি, তাই নিয়ে এদিন সাইগেলকে জিজ্ঞাসাবাদ করেন ইডির তদন্তকারী আধিকারিকরা।