eaibanglai
Homeএই বাংলায়পুজোর কার্নিভালে তৃণমূলের দলীয় পতাকা, শুরু রাজনৈতিক বিতর্ক

পুজোর কার্নিভালে তৃণমূলের দলীয় পতাকা, শুরু রাজনৈতিক বিতর্ক

সংবাদদাতা,বাঁকুড়া:– বাঁকুড়ায় পুজোর কার্নিভালে তৃণমূলের দলীয় পতাকা ঘিরে শুরু হল রাজনৈতিক বিতর্ক। সরকারি অনুষ্ঠানগুলিকে দলীয়করণের চেষ্টা করছে তৃণমূল, অভিযোগ বিজেপির। অন্যদিকে সামান্য ভুল নিয়ে বিজেপি ঘৃন্য রাজনীতি করছে বলে পাল্টা অভিযোগ তৃণমূলের।

প্রসঙ্গত দুর্গাপুজো ইউনেসকোর হেরিটেজ তকমা পাওয়ার পর এ বছর কলকাতার আদলে জেলায় জেলায় পুজো কার্নিভাল করার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো শুক্রবার জেলায় জেলায় সরকারি ভাবে পালিত হয় দুর্গা পুজোর কার্নিভালের অনুষ্ঠান। গতকাল অন্যান্য একাধিক জেলার পাশাপাশি বাঁকুড়াতেও পালিত হয় দুর্গা পুজো কার্নিভাল। আর সেই অনুষ্ঠানটি জেলাশাসকের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভ দেখানো হয়। যেখানে অনুষ্ঠানের মধ্যে নজরে আসে তৃণমূলের দলীয় পাতাকা। আর তাই নিয়ে শুরু হয়ে যায় রাজনৈতিক বিতর্ক।

শনিবার বিষয়টি নিয়ে মুখ খোলন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার। ওই ঘটনার তীব্র নিন্দা করে তিনি বলেন, কিভাবে একটা সম্পুর্ন সরকারি অনুষ্ঠানে তৃণমূলের দলীয় পতাকা দেখা যায়। তাঁর অভিযোগ সব সরকারি অনুষ্ঠান গুলোকে দলীয়করণ করা হচ্ছে ও প্রশাসন শাসক দলের প্রতিনিধি হয়ে কাজ করছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী যেন তাড়াতাড়ি ওই লাইভ ভিডিওটি জেলাশাসকের অ্যাকাউন্ট থেকে মুছে ফেলার নির্দেশ দেন, তারও দাবি তোলেন তিনি । অন্যদিকে ওই ঘটনাটিকে সামান্য ভুল বলে দাবি করেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু। তিনি বলেন, সামান্য ভুল ত্রুটি হতেই পারে তা নিয়ে এতো বাজার গরম করার কিছুই নেই। বিজেপি এটা নিয়ে ঘৃন্য রাজনীতি করছে।

সব মিলিয়ে সরকারি ভাবে আয়োজিত অনুষ্ঠানে শাসক দলের দলীয় পতাকার ব্যবহার নিয়ে এখন রীতিমতো সরগরম জেলার রাজনীতি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments