সংবাদদাতা, আসানসোলঃ- শেষ রক্ষা হল না। চুরি করে পালাতে গিয়ে জনগণের হাতে ধরা পড়ে গেল দুই চোর, চলল গণধোলাই। ঘটনা রানীগঞ্জের সিয়ারসোল রাজবাড়ী মোড় লাগোয়া, অঞ্জনার। মঙ্গলবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয় এলাকায়।
স্থানীয়রা জানিয়েছেন মঙ্গলবার দুপুর থেকেই দুই অপরিচিত যুবক ঘোরাফেরা করছিল দেশবন্ধু মণ্ডলের বাড়ি লাগলো এলাকায়। দেশবন্ধুবাবুর বাড়ির নিরাপত্তারক্ষীরও দাবি তিনিও বেশ কয়েকবার ওই যুবকদের ঘোরাঘুরি করতে দেখেন। অভিযোগ এরপর এদিন রাতের দিকে ওই দুই যুবক সুযোগ বুঝে দেশবন্ধু মণ্ডলের বাড়ির ছাদে উঠে ছাদে রাখা মূল্যবান তামার পাইপ চুরি করার চেষ্টা করে। কিন্তু বিষয়টি নজরে চলে আসে প্রতিবেশীদের। মুহুর্তের মধ্যে চুরির খবর চাউর হয়ে যায়। চোরেদের খোঁজে শুরু হয় জোর তল্লাশি। দীর্ঘ সময় ধরে খোঁজাখুজির পর বাড়ির এক কোণ থেকে একজন দুষ্কৃতীকে ধরে ফেলে স্থানীয়রা। তাকে ধরে উত্তমমধ্যম দিতেই সে জানিয়ে দেয় অন্যজন কোথায় লুকিয়ে রয়েছে। এরপর বাড়ির অন্যান্য জায়গা তন্ন তন্ন করে খুঁজে আরেক দুষ্কৃতীকেও ধরে ফেলে উত্তপ্ত জনতা। দু’জনকে ধরে রেখে চলে গণপ্রহার। স্থানীয়দের দাবি ওই দুই যুবক চুরি করতে আসার কথা স্বীকার করে নেয়। পরে রানীগঞ্জের পাঞ্জাবি মোড় ফাঁড়ির আইসি মানব ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় ও ক্ষুব্ধ জনতার হাত থেকে দুই যুবককে উদ্ধার করে নিয়ে যায়।