সংবাদদাতা,বাকুড়াঃ- পুজোয় নিম্নচাপের বৃষ্টিতে ব্যাপক আর্থিক খতির মুখে পড়তে হয়েছে সোনামুখী ব্লকের বিস্তীর্ণ এলাকার ধান চাষীদের। ধান চাষীদের দাবি অসমেয়র ঝড় বৃষ্টিতে বিঘার পর বিঘা ধান মাটিতে লুটিয়ে পড়ায় সঠিক সময়ে ঘরে ধান তুলতে পারেনি তাঁরা। তার উপর মঙ্গলবার ও বুধবার বিকেলের মুষলধারে বৃষ্টির জেরে কপালে চিন্তার ভাঁজ পড়েছে চাষীদের। কারণ বিঘার পর বিঘা যে ধান কাটা হয়েছে সেই ধান ঘরে তুলতে না পারায় অসময়ের বৃষ্টিতে মাঠেই ভিজেছে পাকা ধান। এই পরিস্থিতিতে ধান থেকে কিভাবে চাল তৈরি হবে তাই নিয়ে সংশয় তৈরি হয়েছে।
যদিও ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিয়েছে সরকার। সোনামুখী ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণব রায় এ বিষয়ে জানান , কৃষকদের ক্ষতি হয়ে থাকলে তা ক্ষতিয়ে দেখে ক্ষতিপূরণ দেবে সরকার।