eaibanglai
Homeএই বাংলায়বিজেপি বিধায়কের সার্জিক্যাল স্ট্রাইকের হুমকি

বিজেপি বিধায়কের সার্জিক্যাল স্ট্রাইকের হুমকি

সংবাদদাতা, বাঁকুড়া :- আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলীয় কর্মীদের লাঠিসোটা নিয়ে তৈরি থাকার নিদান দিয়ে বিতর্কে জড়ালেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। পাশাপাশি শাসক দলের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক করার হুমকিও দিলেন তিনি। আর বিজেপি বিধায়কের এই বির্কিত হুমকি মন্তব্য নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

প্রসঙ্গত শনিবার বাঁকুড়া জেলার পাত্রসায়ের ব্লকের হামিরপুর এলাকায় বিজেপির একটি দলীয় কর্মসূচির আয়োজন করা হয়।সেখানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামি, ওন্দার বিধায়ক অমরনাথ শাখা সহ একাধিক বিজেপি নেতৃত্ব। সেখানে আসন্ন পঞ্চায়েত ভোট সম্পর্কে বিজেপি কর্মীদের বার্তা দিতে গিয়ে ফের বেফাঁস মন্তব্য করেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। তিনি জানান গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল সারা পশ্চিমবাংলায় সন্ত্রাস করেছিল,বিভিন্ন পঞ্চায়েতে পঞ্চায়েতে বিজেপি কর্মীদের নমিনেশন ফাইল করতে বাধা দিয়েছিল। তাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে রুখতে সার্জিক্যাল স্ট্রাইক করতে লাঠিসোটা নিয়ে তৈরি থাকার নির্দেশ দেন বিজেপি কর্মী সমর্থকদের। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান,তৃণমূল হলো ছাগলের তৃতীয় বাচ্চার একটা দল, তারা যেভাবে পুলিশকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে, আসন্ন পঞ্চায়েত ভোটে তাদের হাত থেকে রক্ষা পেতে গেলে রক্ষাকবচ দরকার, তাই এই বিধান।

অন্যদিকে বিজেপি বিধায়কের ওই মন্তব্যে সুর চড়ান তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার তৃণমূল যুব সভাপতি সুব্রত দত্ত। তিনি বলেন, “ওন্দার বিধায়ক যে সার্জিক্যাল স্ট্রাইকের কথা বলেছেন তা পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনা ব্যবহার করেছিল। উনি কি হামিরপুরের লোকদের পাকিস্তানের লোক হিসেবে বিবেচনা করছেন! আর আমাদের লাঠি দেখিয়ে লাভ নেই। গত বিধানসভা নির্বাচনে মানুষ বিজেপিকে ২১৩ টা গোল দিয়েছে। এবারে লাঠি দেখালে মানুষ আরো বেশী গোল দেবে।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments