সংবাদদাতা, আসানসোলঃ– ভালো আছেন আসানসোল সংশোধনাগারের মহিলা বন্দিরা। খাওয়া দাওয়া থেকে পরিস্কার পরিচ্ছন্নতা সব কিছুই সুবিধাই রয়েছে। বৃহস্পতিবার আসানসোল জেলা সংশোধনাগার পরিদর্শন করে জানালেন রাজ্য মহিলা কমিশনের দুই সদস্য ডঃ মারিয়া ফার্নান্দেজ ও ডাঃ দীপান্বিতা হাজারি।
এদিন আসানসোল সংশোধনাগারের মহিলা সেলের বিভিন্ন দিক খতিয়ে দেখেন রাজ্য মহিলা কমিশনরে দুই সদস্য। সংশোধনাগার থেকে বেরিয়ে ডঃ মারিয়া ফার্নান্দেজ বলেন, “জেলে কোনো অসুবিধা নেই। জেলের সমস্ত আসামিরা বলেছেন, আমরা ভালই আছি। খাওয়া-দাওয়া থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতা সবই ঠিকঠাকই আছে।”
এদিন সংশোধনাগার পরিদর্শনের পাশাপাশি জেলা শাসকের সঙ্গে একটি বৈঠকও করেন রাজ্য মহিলা কমিশনের দুই সদস্য। সংশোধনাগারা পরিদর্শের আগে তাঁরা সেন্ট্রাল হোমও পরিদর্শন করেন। এদিনের পরিদর্শন তাঁদের রুটিন ভিজিট ছিল বলে জানান মহিলা কমিশনের সদস্যরা। কলকাতায় ফিরে গিয়ে তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এবিষয়ে রিপোর্ট জমা দেবন বলেও জানা গেছে।