সংবাদদাতা, দুর্গাপুর ও বাঁকুড়াঃ- টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের আন্দোলনের রেশ পৌঁছল দুর্গাপুরে। আন্দালনকারীদের উপর গতকাল পুলিশের নির্মম আক্রমণের প্রতিবাদে আজ এসইউসিআইসি কর্মী সমর্থকরা দুর্গাপুরে বেনাচিতিতে ধিক্কার কর্মসূচি পালন করল। কর্মসূচিতে অংশগ্রহণ করেন এসইউসিআইসির পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য সুচেতা কুন্ডু। তিনি দাবি করেন” কোনরকম টাল বাহানা না করে অবিলম্বে টেট উত্তীর্ণ সকল প্রার্থীদের চাকরির নিয়োগ পত্র দিতে হবে। নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা আনতে হবে। ” এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন পূজা পাল, সোমনাথ ব্যানার্জি, চতুর মিশ্র সহ অন্যান্যরা।
অন্যদিকে গতকালের পুলিশি পদক্ষেপের ঘটনায় আন্দোলনরত প্রাথমিক চাকরী প্রার্থীদের উপর পুলিশী বর্বতার অভিযোগ তুলে বাঁকুড়ায় সরব হয় বিজেপি। প্রতিকী পথ অবরোধ করে প্রতিবাদে সরব হন বিজেপি নেতা কর্মীরা। এদিন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার নেতৃত্বে বিষ্ণুপুর-কলকাতা ভায়া আরামবাগ এস.এইচ-২ এর উপর বিষ্ণুপুরের দ্বারিকা এম.আই.টি মোড়ে পথ অবরোধে শামিল হন বিজেপি নেতা কর্মীরা। পথ অবরোধের জেরে আটকে পড়ে বেশ কিছু যাত্রী ও পণ্যবাহি যানবাহন।
প্রসঙ্গত, সরাসরি নিয়োগের দাবিতে সোমবার থেকে করুণাময়ীতে পর্ষদের দফতরের সামনে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন ২০১৪-২০১৭ সালের টেট উত্তীর্ণরা। মঙ্গলবার থেকে তাঁরা আমরণ অনশন শুরু করেন। বৃহস্পতিবার মধ্যরাতে জোর করে আন্দোলন তুলে দেয় পুলিশ। আটক করা হয় আন্দোলনকারীদের। আন্দোলনস্থলে উপস্থিত ছিলেন সিপিএমের যুব সংগঠনের নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি বলেন, “এই আন্দোলন ভেঙে দিতে পুলিশ অনৈতিক ভাবে পদক্ষেপ করেছে। আমরা সারা রাজ্যব্যপী এই ঘটনার প্রতিবাদ জানাব। আন্দোলন চলবে।”
এরই মধ্যে শুক্রবার ওই এলাকায় ফের ফের বিক্ষোভ প্রদর্শন করতে শামিল হন ২০১৪ সালের টেট উত্তীর্ণদের একাংশ ও এসএফআই ও ডিওয়াইএফআইয়ের কর্মীরা। আর এই জমায়েত ঘিরে পুলিশ ও আন্দোলনকারীদের ধ্বস্তাধস্তি ঘিরে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়।