নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- কলকাতায় টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের আন্দোলন ঘিরে দুর্গাপুরে ধুন্ধুমার। পুলিশ ও সিপিআইএম কর্মী সমর্থকদের ধ্বস্তাধস্তি।
প্রসঙ্গত, সরাসরি নিয়োগের দাবিতে সোমবার থেকে কলকাতার করুণাময়ীতে পর্ষদের দফতরের সামনে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন ২০১৪-২০১৭ সালের টেট উত্তীর্ণরা। মঙ্গলবার থেকে তাঁরা আমরণ অনশন শুরু করেন। বৃহস্পতিবার মধ্যরাতে জোর করে আন্দোলন তুলে দেয় পুলিশ। আটক করা হয় আন্দোলনকারীদের। আন্দোলনকারীদের সমর্থন জানিয়ে সেখানে উপস্থিত ছিলেন সিপিএমের যুব সংগঠনের নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি দাবি করেন, টেট আন্দোলনকারীদের আন্দোলন ভেঙে দিতে পুলিশ অনৈতিক ভাবে পদক্ষেপ করেছে। এর প্রতিবাদে সারা রাজ্যব্যপী প্রতিবাদ জানাবে বাম সংগঠনগুলি।
সেই মতো শুক্রবার রাজ্যের একাধিক জায়গার পাশাপাশি দুর্গাপুরেও পথে নেমে প্রতিবাদে সরব হয় সিপিএমের কর্মী সর্মথকেরা। মুচিপাড়া- দুর্গাপুর ব্যারাজ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন সিপিআইএম কর্মী সমর্থকরা। রাস্তার ওপর দাঁড়িয়ে পড়ে প্রতিবাদে সরব হন সিপিআইএম সহ বামপন্থী সংগঠনগুলির সদস্যরা। পরে দুর্গাপুর স্টেশন থেকে বামেদের প্রতিবাদ মিছিল বের হয়। মিছল বাঁকুড়া মোড়ে পৌঁছলে সেখানে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে দেয় আন্দোলনকারীরা। রীতিমতো টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল হন তাঁরা। যার জেরে ব্যাপক যানজট তৈরি হয় এলাকায়। এদিকে রাজ্য সড়কের ওপর অবরোধ তুলতে গেলে কোকওভেন থানার পুলিশকে বাধা দেয় আন্দোলনকারীরা। ফলে দু’পক্ষের মধ্যে শুরু হয়ে যায় ধ্বস্তাধস্তি। তৈরি হয় ধুন্ধুমার অবস্থা। অবশেষে প্রায় আধ ঘন্টা পর অবরোধ মুক্ত হয় রাজ্য সড়ক।